কার্যক্রম:চট্টগ্রাম উইকিমিডিয়া মিটআপ, জানুয়ারি ২০১৬
(আড্ডা:চট্টগ্রাম উইকিপিডিয়া মিটআপ, জানুয়ারি ২০১৬ থেকে পুনর্নির্দেশিত)
যোগাযোগ
সমন্বয়কারী
মহীন রীয়াদ
ই-মেইল
moheenreeyadwikimedia.org.bd
ফেসবুক ইভেন্ট পাতা
টুইটার হ্যাশট্যাগ:
#CtgWikiCom
- উইকিমিডিয়া বাংলাদেশ
চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত
উইকিমিডিয়া মিটআপ
তারিখ ও সময়: ২৯ জানুয়ারি ২০১৬, ১৫:০০–১৮:০০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: ওসমান কোর্ট (দ্বিতীয় তলা), ৭০, আগ্রাবাদ ৪১০০, চট্টগ্রাম • মানচিত্র
এটি ২৯ জানুয়ারি ২০১৬ সালে চট্টগ্রামে ঘটিত চর্তুথ উইকিপিডিয়া মিটআপ। এটি চট্টগ্রাম শহরের নিয়মিত মাসিক উইকি মিটআপ। এখানে মূলত আলোচিত বিষয়াদীর মধ্যে ছিল বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি উদযাপন প্রস্তুতি। পাশাপাশি মিটআপের নিয়মিত এজেন্ডাসমূহ এবং উইকিমিডিয়া প্রকল্পের বিভিন্ন বিষয়য়াদী নিয়েও আলাপ হয়।
বিষয়বস্তু
সম্পাদনা- অন-সাইট নিবন্ধন
- নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ উইকিপিডিয়া লিখন
- উইকিপিডিয়ায় আদিবাসীদের সম্পৃক্ততা
- সৃজনশীল পেশাজীবীদের অংশগ্রহণ বিষয়ক আলোচনা
- বাংলা উইকিপিডিয়ার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- উইকিপিডিয়া চট্টগ্রাম সম্প্রদায় সম্পর্কে আলোচনা
অংশগ্রহণকারী
সম্পাদনাক্রম | চিত্র | নাম | আলাপ |
---|---|---|---|
০১ | আলতাব হাসিব | আলাপ | |
০২ | ইনতেখাব আলম চৌধুরী | আলাপ | |
০৩ | কফিল বাপ্পী | আলাপ | |
০৪ | তিলোত্তমা তিতলী | আলাপ | |
০৫ | ফয়সল অর্দ্রী | আলাপ | |
০৬ | ফাহাদ আমীন | আলাপ | |
০৭ | মহীন রীয়াদ | আলাপ | |
০৮ | মিনার মাহমুদ | আলাপ | |
০৯ | মুহম্মদ নূরুল ইসলাম | প্রধান অতিথি | |
১০ | মোহাম্মদ গালিব হাসান | আলাপ | |
১১ | রাফায়েল রাসেল | আলাপ | |
১২ | রায়হান রানা | আলাপ | |
১৩ | রেজা করিম | আলাপ | |
১৪ | সবুজ তাপস | প্রধান অতিথি | |
১৫ | সাজেদুর রহমান খান | অতিথি | |
১৬ | সৌরভ বল বসু | আলাপ | |
১৭ | হাফিজ রশিদ খান | প্রধান অতিথি | |
১৯ | জয়দেব সাহা | ||
১৮ | শোভন আলম |
চিত্রশালা
সম্পাদনাএই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।
বহিঃসংযোগ
সম্পাদনা- সম্মিলনের জন্য অনুস্মারক পেতে!