আড্ডা:চাঁদপুর উইকিপিডিয়া মিটআপ, ডিসেম্বর ২০১৯

যোগাযোগ


সমন্বয়কারী
দেলোয়ার হোসাইন
আবদুল গনি


ই-মেইল
chandpur@wikimedia.org.bd


ফেসবুক ইভেন্ট পাতা
টুইটার হ্যাশট্যাগ:
#CHDMeetup

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত
চাঁদপুর উইকিপিডিয়া মিটআপ, ডিসেম্বর ২০১৯


তারিখ ও সময়: ০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:০০–১৭:০০ (বাংলাদেশ সময়)

স্থান: চাঁদপুর বড়স্টেশন মোলহেড
ঠিকানা: , চাঁদপুর • বড় স্টেশন, চাঁদপুর&z=17&ll=23.2336377,90.6687796 মানচিত্র

চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায় আয়োজিত উইকিপিডিয়ানদের এই আড্ডা সকলের জন্য উন্মুক্ত। আপনিও আমন্ত্রিত। অনুগ্রহ করে খেয়াল করুন, এই আড্ডাটিসহ উইকিপিডিয়ার কোনো আড্ডাই আনুষ্ঠানিক কোনো সভা নয়। আপনি আপনার বন্ধুদের সাথে যেভাবে আড্ডা দেন, এটি তেমনি একটি আড্ডা। বলতে পারেন চা-চক্র।

৭ ডিসেম্বর ২০১৯ সালে অনুষ্ঠিত চাঁদপুরের উইকিপিডিয়ানদের প্রথম উইকিআড্ডা ছিলো। আড্ডায় বাংলাদেশের চলমান উইকিমিডিয়ার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়াও চলতি বছরজুড়ে বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন অনলাইন/অফলাইন কার্যক্রম বিষয়ক আলোচনার পাশাপাশি আড্ডার নিয়মিত এজেন্ডাসমূহ নিয়েও আলাপ হয়।

চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায় কর্তৃৃক আয়োজিত শনিবার ৭ ডিসেম্বর বিকেল ৪ টায় চাঁদপুর মোলহেডে উইকি মিট অনুষ্ঠিত হয়। চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের কো-অর্ডিনেটর মো.দেলোয়ার হোসাইন । তিনি ঊইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়া সম্পর্কে উইকি বন্ধুদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং উইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়ার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন।

এছাড়াও উইকিপিডিয়া ও চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায়ের সহ-সমন্বয়কারী আবদুল গনি বাংলা ভাষা সমৃদ্ধকরণের লক্ষ্যে ‘ বাংলা ভাষা শুদ্ধ করে লিখা’ প্রচারণার জন্যে কর্মসূচি হাতে নেয়া যায় কিনা তা কথা জানান। কো-অর্ডিনেটর দেলোয়ার হোসাইন এ কর্মসূচির বিষয়ে একটি প্রকল্প প্রস্তাব লিখিতভাবে পেশ করে পরবর্তী উইকিপিডিয়া মিটআপে উপস্থাপন করা যেতে পারে বলে তিনি তাঁর মতামত জানান। চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায় এ ব্যাপারে একমত পোষণ করেন। বিকেল ৫ টা পর্যন্ত আলোচনা চলছে। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর উইকিপিডিয়া সম্প্রদায়ের সহ-সমন্বয়কারী আবদুল গনি,সহ-সমন্বয়কারী সানজিদা নাসরিন রুপাই,উইকিপিডিয়ান,মো.আল-আমিন ইমতিয়াজ আহমেদ,নাজমুল হোসাইন ও নাঈম হোসেন।


বিষয়বস্তু

সম্পাদনা
 
চাঁদপুর বড়স্টেশন, এ স্থান থেকে চাঁদপুর ত্রীনদী মোহনা তথা পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থল দেখা যায়
  • বাংলাদেশের চলমান উইকিমিডিয়ার কার্যক্রম নিয়ে আলোচনা
  • চলতি বছরজুড়ে বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন অনলাইন/অফলাইন কার্যক্রম বিষয়ক আলোচনা
  • ব্যাঘ্র প্রকল্পে অনুবাদ কার্যক্রম বিষয়ক আলোচনা
  • চাঁদপুর সম্প্রদায়ের পরবর্তী আড্ডা ও কর্মশালার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ
  • আড্ডার নিয়মিত এজেন্ডাসমূহ

অংশগ্রহণকারী

সম্পাদনা
  1. দেলোয়ার হোসাইন (DelwarHossainআলাপ)
  2. আবদুল গনি (Abdulghani.bdআলাপ)

চিত্রশালা

সম্পাদনা

এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে

বহিঃসংযোগ

সম্পাদনা
সম্মিলনের জন্য অনুস্মারক পেতে