আড্ডা:সিলেট উইকিপিডিয়া মিটআপ, ডিসেম্বর ২০২৩

যোগাযোগ


সমন্বয়কারী
মাসুম আল হাসান রকি
আশিক শাওন


ই-মেইল
masum@wikimedia.org.bd
Ashiq.Shawon@gmail.com


ফেসবুক ইভেন্ট পাতা
টুইটার হ্যাশট্যাগ:
#bnwiki #WikimediaBD

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত
সিলেট উইকিপিডিয়া মিটআপ, ডিসেম্বর ২০২৩


তারিখ ও সময়: ৩০ ডিসেম্বর ২০২৩, ১৬:০০–১৭:৩০ (বাংলাদেশ সময়)

স্থান: জল্লারপাড় ওয়াকওয়ে
ঠিকানা: জিন্দাবাজার, সিলেট • মানচিত্র

উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ানদের এই আড্ডাটি সকলের জন্য উন্মুক্ত। আপনিও আমন্ত্রিত।

বিষয়বস্তু

সম্পাদনা
  1. পরিচয় পর্ব
  2. সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আলোচনা
  3. ভবিষ্যৎ উইকিমিডিয়া কার্যক্রম নিয়ে আলোচনা
  4. চা পর্ব ও বিবিধ

অংশগ্রহণকারী

সম্পাদনা
  1. রকি (RockyMasumআলাপ)
  2. মুনতাসির আকন (Muntashir.islamআলাপ)
  3. শাবাব মুস্তাফা (Tarunnoআলাপ)

কার্যবিবরণী

সম্পাদনা

৩০ ডিসেম্বর ২০২৩ তারিখে আয়োজিত মিটআপে ৩ জন উইকিমিডিয়ান অংশ নিয়েছিলেন। দুঃখজনকভাবে সিলটের স্থানীয় কেউ এই মিটআপে অংশ নিতে পারেননি। উক্ত মিটআপে সিলেট উইকিপিডিয়ার সমৃদ্ধি ও উইকিমিডিয়া বাংলাদেশের অফলাইন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

  • সিলেট উইকিপিডিয়া সম্প্রদায়ের উন্নয়নকল্পে কতিপয় শিক্ষাপ্রতিষ্ঠান যেমন: শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, সিলেট মহিলা কলেজে অন্ততঃ একটি কর্মশালার আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারটি নিয়ে মুনতাশির এবং রকি কাজ করবেন। আর কৌশল নির্ধারণ প্রসঙ্গে বলা হয় যে, বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মশালা আয়োজনের ক্ষেত্রে সেগুলোতে প্রতিষ্ঠিত ক্লাবগুলোর সাথে যোগাযোগ করা যেতে পারে, এবং অন্ততঃ একটি কর্মশালা জানুয়ারী অথবা ফেব্রুয়ারী নাগাদ আয়োজন করার সিদ্ধান্ত হয়।
  • উইকিমিডিয়া বাংলাদেশের অফলাইন কার্যক্রম বৃদ্ধি তথা আউটরিচ প্রসঙ্গে মুনতাশির দুটি প্রস্তাবনা দেন।
  1. নিয়মিত পডকাস্টের আয়োজন, মাসে অন্ততঃ একবার। এই পডকাস্টের নাম দেয়া যেতে পারে উইকিআলাপ (রকির প্রস্তাবনা), উইকিচিন্তা/উইকিভাবনা/উইকিবচন (মুনতাশিরের প্রস্তাবনা)। এই প্রস্তাবনা বাস্তবায়নে শাবাব ভাই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।
  2. শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ। উইকি কর্মশালা আয়োজনের পর শিক্ষা-প্রতিষ্ঠানগুলো থেকে অতীতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। কিন্তু সকল প্রতিষ্ঠানে উইকিপিডিয়ায় সক্রিয় অবদানকারী কিংবা অফলাইন কার্যক্রমে ইচ্ছুক অবদানকারী না থাকায় এ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় অফলাইন কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক এমন ছাত্র-ছাত্রীকে যাচাই-বাছাইপূর্বক ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়া যেতে পারে। এ প্রস্তাবনাকে আরো পরিমার্জিত করে উপস্থাপনের কাজ করবেন মুনতাশির ও পরবর্তীতে রকি এটি পরিচালনা করবেন বলে আশ্বাস দেন। এ ব্যাপারে মিটআপে যা আলোচনা হয়েছে:
প্রথমত, ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার জন্য গুগল ফর্মের মাধ্যমে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন করতে বলা যেতে পারে। এ ক্ষেত্রে উইকিমিডিয়ায় অবদানকারী ও স্বেচ্ছাসেবায় অভিজ্ঞ ব্যক্তিদের প্রাধান্য দেয়া হবে। দ্বিতীয়ক্ষেত্রে উইকিমিডিয়ার কোনো প্রকল্পে অভিজ্ঞতা থাকা আবশ্যক নয়, তবে সকল ক্ষেত্রেই উইকিমিডিয়ার ইউজার পাতা থাকা বাধ্যতামূলক করা যেতে পারে। গুগল ফর্মের নমুনা তৈরি করার দায়িত্ব মুনতাশির নিয়েছেন।
দ্বিতীয়ত, নিবন্ধিত ব্যক্তিদের এর পর একটি নির্দিষ্ট কাজ করে দেখাতে বলা হবে। এটা হতে পারে উইকিপিডিয়ায় কোনো নিবন্ধন লেখা কিংবা উইকিপিডিয়া বিষয়ক কোনো প্রবন্ধ লেখা। এ কাজের মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের উক্ত পদের জন্য বাছাই করা হবে।
তৃতীয়ত, একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডরের কাজ হবে: এক, ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন ক্লাব, রেডিও ও লাইব্রেরিয়ানগণের সাথে যোগাযোগ রক্ষা করা, এবং দুই, আঞ্চলিক সম্প্রদায়ের (কিংবা আঞ্চলিক সম্প্রদায় না থাকলে, উইকিমিডিয়া বাংলাদেশের) সাথে কাজ করা।

গ্যালারি

সম্পাদনা

এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে