সামাজিক যোগাযোগ
প্রধান | ফেইসবুক | টুইটার | ইউটিউব | ফ্লিকার | ইন্সটাগ্রাম | পিন্টারেস্ট | ব্লুস্কাই |
সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের সাথে উইকিমিডিয়ার বাংলা প্রকল্পসমূহ পরিচয় করিয়ে দিতে ও উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার বেশকিছু সামাজিক যোগাযোগের পাতা পরিচালনা করে। বিভিন্ন সামাজিক যোগাযোগের পাতাসমূহে বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের আগ্রহী অবদানকারীদের প্রবেশাধিকার রয়েছে। এছাড়া সব সামাজিক যোগাযোগ একাউন্টে উইকিমিডিয়া বাংলাদেশের কারিগরি দলের এডমিন এক্সেস রয়েছে। এই পাতাতে উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিচালিত সামাজিক যোগাযোগের পাতাসমূহের তালিকা রয়েছে। এই পৃষ্ঠার উপপাতায় উল্লেখিত সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যতীত উইকিমিডিয়া বাংলাদেশের আর কোন অফিসিয়াল একাউন্ট নেই। উইকিমিডিয়া বাংলাদেশ পরিচালিত সামাজিক যোগাযোগের পাতা থেকে পোস্ট করা সংক্রান্ত সাধারণ নির্দেশিকা দেখুন, এখানে। সামজিক যোগাযোগ নিয়ে কোন প্রশ্ন বা মতামত থাকলে ও প্রবেশাধিকর সম্পর্কিত ব্যাপারে অনুগ্রহ করে কারিগরি দলের সদস্যদের সাথে যোগাযোগ করুন বা নিম্নোল্লেখিত ব্যক্তিদের অবহিত করুন অথবা মেইল করুন infowikimedia.org.bd ঠিকানায়। |