উইকিমিডিয়া বাংলাদেশের অফিসিয়াল লোগো ও ট্রেডমার্ক

সম্পাদনা

উইকিমিডিয়া বাংলাদেশ, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভিজ্যুয়াল পরিচয়ের নির্দেশিকা মেনে চলে। উইকিমিডিয়া বাংলাদেশের লোগোর তিনটি সংস্করণ রয়েছে (রঙিন, কালো ও সাদা)। এই তিনটি সংস্করণের প্রতিটির একটি করে উল্লম্ব (vertical) ও অনুভূমিক (horizontal) সংস্করণ রয়েছে। অফিসিয়াল লোগো হিসেবে প্রথম অগ্রাধিকার ভিত্তিতে রঙিন সংস্করণটি (উল্লম্ব বা অনুভূমিক) ব্যবহার হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে কালো ও সাদা সংস্করণ ব্যবহার করা যেতে পারে। সবগুলোর এসভিজি সংস্করণ রয়েছে: উইকিমিডিয়া কমন্সে

প্রথম অগ্রাধিকার

সম্পাদনা

এটি উইকিমিডিয়া বাংলাদেশের অফিসিয়াল মার্ক/চিহ্ন যা প্রথম অগ্রাধিকার পাবে। তবে অন্যান্য সংস্করণ নিচে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

অন্যান্য সংস্করণ

সম্পাদনা

অনেক সময় দেখা যায় বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ধরণের রঙের লোগো বেশি ফুটে উঠে। এসব পরিস্থিতির জন্য কালো ও সাদা সংস্করণ দুটি ব্যবহৃত হবে। যেমন, কালো ব্যাকগ্রাউন্ডে সাদা রঙ ফুটে উঠে সেক্ষেত্রে সাদা রঙের লোগোটি ব্যবহার করা যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যৌথভাবে কোন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে অন্য অংশীদারের লেগো অনুভূমিক থাকে সেক্ষেত্রে দু পক্ষের লোগোর অ্যালাইনমেন্ট (সরল রেখায় বিন্যাস) ঠিক রাখার জন্য উইকিমিডিয়া বাংলাদেশের অনুভূমিক লোগো ব্যবহার করা যেতে পারে।

প্রকল্প ও অন্যান্য লোগো

সম্পাদনা

ওয়ার্ডমার্ক

সম্পাদনা

অন্যান্য

সম্পাদনা

ফেবিকন

সম্পাদনা

চিত্রশালা

সম্পাদনা