মোঃ বাপ্পি,বাঁকা লেখা (জন্ম: ১২ জুলাই, ১৯৯৭) একজন সমাজসেবক, শিক্ষানবীশ আইনজীবি, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর একজন সক্রীয় সদস্য। তিনি ২০১৮ সালে বাংলাদেশ স্কাউটস এর বিশেষ অঞ্চল বাংলাদেশ স্কাউটস, এয়ার অঞ্চল এর অধীনে গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা করেন http://service.scouts.gov.bd/unit-details/312 https://bappylaw.blogspot.com/2020/04/blog-post.html এবং স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্য, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে অবদান রাখায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেন।

মোঃ বাপ্পি বর্তমানে গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৫ আগস্ট সোমবার সরকার পতনের দিন থেকেই রাজধানীতে পুলিশের দেখা মিলছে না। সেদিন পথে যানবাহনও চলাচল করেছে অল্প। ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ে জনতার ঢল নেমেছিল পথে পথে। পরদিন মঙ্গলবার থেকে কিছু কিছু করে যানবাহন চলাচল শুরু হয়। দু–একটি মোড়ে যান চলাচলে বিশৃঙ্খলাও সৃষ্টি হয়। এরপর পথে যানবাহনের সংখ্যা বাড়তে থাকায় কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন হয়ে পড়ে। কালবিলম্ব না করে এয়ার স্কাউট সদস্যদের https://jamuna.tv/news/554184 https://scouts.portal.gov.bd/sites/default/files/files/scouts.portal.gov.bd/publications/47dac520_d0e6_4ead_b7a7_1b2f32112099/AGRADOOT_September_2018.pdf পথে যানবাহন নিয়ন্ত্রণের কাজে নেতৃত্বদেন। https://www.prothomalo.com/bangladesh/capital/m3q04br3ig

শিরোনাম লেখ

সম্পাদনা

পরিবার এবং শৈশব