কার্যক্রম:একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, ২০২৪/চট্টগ্রাম
এই কার্যক্রমটি একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, ২০২৪ কার্যক্রমের একটি অংশ যা একই সাথে নিচের স্থানেগুলোতেও অনুষ্ঠিত হচ্ছে।
· · · ·
যোগাযোগ
সমন্বয়কারী
মহীন রিয়াদ
(০১৭২৩৫০২৭৫০)
রাফি বিন তোফা
(০১৭৭৯৯৭৬২৫১)
ই-মেইল
moheenreeyadwikimedia.org.bd
টুইটার হ্যাশট্যাগ: #CtgWikiCom #WMBD #WikimediaBD #BanglaWikipedia #WikipediaBN
- উইকিমিডিয়া বাংলাদেশ
চট্টগ্রাম উইকিসম্প্রদায় কর্তৃক আয়োজিত
একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, ২০২৪
তারিখ ও সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০০–১৭:০০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: জাকির হোসেন সড়ক, খুলশী, চট্টগ্রাম • মানচিত্র
প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের উইকিপিডিয়ানরা সমবেত হন। এ দিনে ঐতিহ্যগতভাবে উন্মুক্ত স্থানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পথচারীদের বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধির আহ্বান জানানো হয়।
বিষয়বস্তু
সম্পাদনা- ব্যানার নিয়ে দাঁড়ানো
- পরিচিতি ও আড্ডা
- চা চক্র
অংশগ্রহণকারী
সম্পাদনাসমাবেশে মোট ১৩ জন অংশ নিয়েছিলেন, এদের মধ্যে ছিলেন বাংলা উইকিপিডিয়ার প্রসাশক, চট্টগ্রাম উইকিসম্প্রদায়ের সদস্য এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ক্রম | নাম | আলাপ |
---|---|---|
০১ | মহীন | আলাপ |
০২ | রাফি বিন তোফা | আলাপ |
০৩ | তামিম মাহমুদ | আলাপ |
০৪ | তানিম | আলাপ |
০৫ | আল রিয়াজ | আলাপ |
চিত্রশালা
সম্পাদনাএই কার্যক্রমের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।