Translations:নির্বাহী পরিষদ/২০২৪-২৫/12/bn
মহীন রীয়াদ, ২০১৬ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে কাজ করছেন। একজন সক্রিয় উইকিমিডিয়ান, যিনি ২০১০ সাল থেকে উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি প্রায় তেরো বছর পূর্বে, নিবন্ধিত ব্যবহারকারী হিসেবে উইকিমিডিয়া প্রকল্পসমূহে অবদান রাখতে শুরু করেন। বর্তমানে তিনি বাংলা উইকিপিডিয়া, বাংলা উইকিভ্রমণ সহ বাংলা ভাষার প্রায় সমস্ত প্রকল্পেসমূহে সক্রিয় হওয়ার পাশাপাশি উইকিমিডিয়া কমন্স, উইকিউপাত্ত এবং মেটা-উইকিতে স্বক্রিয় অবদান রাখছেন। অনলাইনে সক্রিয়তার পাশাপাশি তিনি বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণ-প্রচারণামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। উইকিমিডিয়া বাংলাদেশের হয়ে তিনি সক্রিয়ভাবে বিভিন্ন কর্মশালা ও শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। ২০১৪ সালে, চট্টগ্রামে উইকিপিডিয়ার কার্যক্রম পরিকল্পনা, পরিচালনা এবং ব্যবহারকারী সমৃদ্ধ করার লক্ষে চট্টগ্রাম উইকিসম্প্রদায় নামে উইকিমিডিয়া বাংলাদেশের অধীনে প্রথম অঞ্চলিক সম্প্রদায় গঠন করেন। তিনি ২০১৫ সালে গঠিত প্রথম কার্যনির্বাহী পরিষদের পরিকল্পনা ও আউটরিচ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বাংলা উইকিপিডিয়ার (এপ্রিল ২০১৫ থেকে) এবং উইকিমিডিয়া কমন্সের (এপ্রিল ২০১৭ থেকে) সক্রিয় প্রশাসক। তিনি বাংলা উইকিভ্রমণের একজন সাবেক প্রশাসক (২০১৮-১৯)। এছাড়াও তিনি ২০২১-২২ মেয়াদে, উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অব ট্রাস্টির অধীনে ন্যায়পাল কমিশনের সদস্য ছিলেন। পাশাপাশি সাবেক স্বেচ্ছাসেবক প্রতিক্রিয়া দল (২০১৭-২১) এবং বৈশ্বিক নাম পরিবর্তনকারী দলের সদস্য ছিলেন। এযাবৎ বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে তার সম্পাদনা সংখ্যা ২,২০,০০০+।