Translations:চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়/35/bn
সম্প্রদায়ের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে উইকিপিডিয়ানদের নিয়ে আড্ডা (উইকিমিটআপ), শিক্ষাপ্রতিষ্ঠানে উইকিপিডিয়া বিষয়ক কর্মশালা, উইকিপিডিয়ানদের কাজের সহায়ক প্রকল্প, ফটোওয়াক প্রভৃতির আয়োজন এবং তত্বাবধায়ন করা। সর্বোপরী চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায় উইকিমিডিয়া আন্দোলনের লক্ষ্যের অংশ হিসেবে সক্রিয় ভূমিকা রাখে।