গাজীপুর উইকিপিডিয়া সম্প্রদায় (প্রস্তাবিত)
(Gazipur থেকে পুনর্নির্দেশিত)
বৃত্তান্ত
|
দায়িত্ব
|
স্বেচ্ছাসেবক
|
উইকিআড্ডা
|
কার্যক্রম
|
চিত্রশালা
|
গাজীপুর উইকিপিডিয়া সম্প্রদায় গাজীপুর জেলাতে উইকিমিডিয়া বাংলাদেশের প্রস্তাবিত একটি স্থানীয় সম্প্রদায় যারা গাজীপুরের উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পসমূহ প্রচার ও প্রসারে কাজ করছে। উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক এই সম্প্রদায়টি ২০২৩ সালের ৮ই এপ্রিল মোঃ সাঈম সারোয়ার কর্তৃক গাজীপুরে প্রতিষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠাকাল থেকে সম্প্রদায়টি বিভিন্ন উইকি কার্যক্রম পরিচালনা করে আসছে।
-
উইকিপিডিয়ায় কর্মশালায় শিক্ষার্থীরা উইকিপিডিয়া লোগো-চিহ্ন প্রদর্শন করছে। ছবি: মতিউর রহমান অনি / সিসি-বাই-এসএ ৪.০
এই সম্প্রদায়ের প্রাথমিক উদ্দেশ্য হলো উইকিমিডিয়া প্রকল্পে গাজীপুর সম্পর্কিত তথ্য সমৃদ্ধ করা এবং গাজীপুরের স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় সাধন করা।
উদ্দেশ্য
সম্পাদনা- উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলোতে গাজীপুর এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু সমৃদ্ধ করা।
- গাজীপুরের উইকিমিডিয়া প্রকল্পকে পরিচিত করা।
- গাজীপুরের শিক্ষার্থী ও অন্যান্যদের মধ্যে মুক্ত বিশ্বকোষসহ মুক্ত এই জ্ঞানভাণ্ডারের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং তারা যাতে কার্যকরী উপায়ে সেগুলো ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা।
- স্থানীয়ভাবে বিভিন্ন সমমনা শিক্ষা-প্রতিষ্ঠান, সংস্থা, জাদুঘর ও অন্যান্যদের সাথে যৌথভাবে উইকিমিডিয়ার শিক্ষামূলক কার্য প্রচার ও প্রসারে বিভিন্ন কর্মশালা, সেমিনার, সম্মেলন, ফটোওয়াক এবং আড্ডার আয়োজন করা।
- উইকিমিডিয়া ফাউন্ডেশনের শিক্ষামূলক কাজের প্রসারে কাজ করা।
- উইকিমিডিয়ায় বিদ্যমান শিক্ষামূলক বিষয়বস্তু ব্যবহারে উৎস প্রদান করে শিক্ষায় কার্যকরী ভূমিকা পালন।
স্বেচ্ছাসেবক
সম্পাদনা
যোগাযোগ
সম্পাদনা- ঠিকানা
- কালিয়াকৈর, গাজীপুর, বাংলাদেশ।
- ভৌগলিক স্থানাঙ্ক
- ২২°১৯′৩১″ উত্তর ৯১°৪৮′৪০″ পূর্ব
- গুগল মানচিত্র @24.00070572137858, 90.42024125690237
- ইমেইল
- wikipediagazipur@gmail.com
- মোবাইল
- +8801711510423 (Sayeem)
- হ্যাশট্যাগ
- #WikipediaGazipur
- ইউআরএল
- https://bd.wikimedia.org/wiki/Gazipur
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই কার্যক্রমের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।