সিলেট উইকিমিডিয়া সম্প্রদায়/দায়িত্ব

প্রধান পাতা
নীড় পাতা

দায়িত্ব
যোগাযোগের ব্যক্তি

স্বেচ্ছাসেবক
সম্প্রদায়ের অবদানকারী

কার্যক্রম
অনুষ্ঠানসমূহ

চিত্রশালা
কার্যক্রমের ছবি

সিলেটের উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত হতে চাইলে বা সম্প্রদায়ের বিভিন্ন সাহায্য সহযোগিতায় নিম্নোক্ত ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করতে পারেন। তারা উইকিমিডিয়া বাংলাদেশ-এর সাথে সিলেট সম্প্রদায়ের সমন্বয় সাধনে কাজ করছে।

আবু শায়েখ মোহাম্মদ আশিকুরর রহমান পদবী
আবু শায়েখ মোহাম্মদ আশিকুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে সরকারি কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।
সদস্য নম্বর: সদস্য নম্বর (সদস্যপদের ধরন)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Ashiq Shawon
ই-মেইল: ashiq.shawon at gmail.com