রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়/দায়িত্ব

প্রধান পাতা
নীড় পাতা

দায়িত্ব
যোগাযোগের ব্যক্তি

স্বেচ্ছাসেবক
সম্প্রদায়ের অবদানকারী

কার্যক্রম
অনুষ্ঠানসমূহ

চিত্রশালা
কার্যক্রমের ছবি

রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত হতে চাইলে বা সম্প্রদায়ের বিভিন্ন সাহায্য-সহযোগিতায় নিম্নোক্ত ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করতে পারেন। উইকিমিডিয়া বাংলাদেশের রেজোলিউশন অনুসারে নিম্নের ব্যক্তিবর্গ রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের দায়িত্বে রয়েছেন।

তাহমিদ হোসেন প্রধান সমন্বয়ক
তাহমিদ হোসেন ২০১৭ সাল থেকে উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে অবদান রেখে চলেছেন। তিনি অনলাইনে ও অফলাইনে উইকিমিডিয়ার কার্যক্রমের প্রচার ও সম্প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে, তিনি উইকিউপাত্ত, বাংলা উইকিপিডিয়া এবং বাংলা উইকিসংকলনে নিয়মিত অবদান রাখেন। তাহমিদ বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি মানবসেবামূলক কাজে সময় দেওয়াকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন এবং এ ধরনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করেন।

ই-মেইল: tahmid.sys at gmail.com
খন্দকার রাবিবা ইয়াসমিন সহ-সমন্বয়ক
রাবিবা জুলাই ২০২৪ সাল থেকে উইকিপিডিয়ায় সক্রিয়ভাবে সম্পাদনা শুরু করেন। তিনি মূলত কমন্স এবং বাংলা উইকিপিডিয়ায় বেশি সক্রিয়। এর বাইরে তিনি উইকিডাটায় সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। বিভিন্ন অফলাইন কার্যক্রম এর মাধ্যমে তিনি উইকিপিডিয়া কার্যক্রম ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন।

ই-মেইল: Kryesmin at gmail.com
মানিক দাস সহ-সমন্বয়ক
মানিক দাস রাজশাহী কলেজের গণিত বিভাগের একজন শিক্ষার্থী। তিনি ২০১৭ সাল থেকে উইকিপিডিয়ার নিয়মিত পাঠক এবং ২০২৪ সাল থেকে সম্পাদক হিসেবে তার যাত্রা শুরু করেন। ২০২৪ সালে রাজশাহী আসার পর তিনি উইকিপিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত হন এবং বিভিন্ন প্রকল্পে অবদান রাখতে শুরু করেন। বর্তমানে তিনি উইকিপিডিয়া, উইকিপিডিয়া কমন্স, এবং উইকিসংকলনে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন।

ই-মেইল: manik1122rc at gmail.com