ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়

বৃত্তান্ত
প্রধান পাতা

দায়িত্ব
যোগাযোগের ব্যক্তি

স্বেচ্ছাসেবক
সম্প্রদায়ের অবদানকারী

উইকিআড্ডা
উইকিমিটআপ

কার্যক্রম
ঘটনাবলী/অনুষ্ঠানসমূহ

সংবাদ
সংবাদসমূহ

চিত্রশালা
অ্যালবাম

অনুসরণ করুন
ফেইসবুকে অনুসরণ করুন টুইটারে অনুসরণ করুন ইন্সটাগ্রামে অনুসরণ করুন লিঙ্কডইনে অনুসরণ করুন ইউটিউব 

ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায় ময়মনসিংহ বিভাগে উইকিমিডিয়া বাংলাদেশের একটি অনুমোদিত স্থানীয় সম্প্রদায় যারা ময়মনসিংহে উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পসমূহের প্রচার ও প্রসারে কাজ করছে। উইকিমিডিয়া বাংলাদেশের সর্বশেষ অনুমোদিত আঞ্চলিক এই সম্প্রদায়টি ২০২১ সালের ১৩ই ফেব্রুয়ারি অনলাইন আলোচনার মাধ্যমে ময়মনসিংহে প্রতিষ্ঠিত করার প্রস্তাব করা হয়। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর উইকিমিডিয়া বাংলাদেশের আনুষ্ঠানিক অনুমোদন লাভ করে।

এই সম্প্রদায়ের প্রাথমিক উদ্দেশ্য হলো উইকিমিডিয়া প্রকল্পে ময়মনসিংহ সম্পর্কিত তথ্য সমৃদ্ধ করা এবং ময়মনসিংহের স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় সাধন করা।

সম্প্রদায়ের কার্যক্রমের মধ্যে রয়েছে উইকিপিডিয়ানদের নিয়ে আড্ডা (উইকিমিটআপ), শিক্ষাপ্রতিষ্ঠানে উইকিপিডিয়া বিষয়ক কর্মশালা, উইকিপিডিয়ানদের কাজের সহায়ক প্রকল্প, ফটোওয়াক প্রভৃতির আয়োজন এবং তত্ত্বাবধান  করা।


উদ্দেশ্য

 
ছবি: লেন হার্টওয়েল/সিসি-বাই-এসএ ৩.০
  • ময়মনসিংহ অঞ্চলে উইকিমিডিয়া প্রকল্পসমূহের পরিচিতি উন্নয়ন।
  • উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলোতে ময়মনসিংহ সম্পর্কিত তথ্য-উপাত্ত এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু সমৃদ্ধ করা।
  • ময়মনসিংহে উইকিমিডিয়া প্রকল্পকে পরিচিত করা।
  • ময়মনসিংহের শিক্ষার্থী ও অন্যান্যদের মধ্যে মুক্ত বিশ্বকোষসহ মুক্ত এই জ্ঞানভাণ্ডারের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং কার্যকরী উপায়ে সেগুলোর ব্যবহার নিশ্চিত করা।
  • স্থানীয়ভাবে বিভিন্ন সমমনা শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্থা, জাদুঘর ও অন্যান্যদের সাথে যৌথভাবে উইকিমিডিয়ার শিক্ষামূলক/অ-লাভজনক কার্যক্রমের প্রচার ও প্রসারে বিভিন্ন কর্মশালা, সভা (সেমিনার), সম্মেলন, ফটোওয়াক এবং আড্ডার আয়োজন করা।
  • উইকিমিডিয়া ফাউন্ডেশনের শিক্ষামূলক কার্যক্রম গতিশীল করা।
  • উইকিমিডিয়ায় বিদ্যমান শিক্ষামূলক বিষয়াদির ব্যবহারে উৎস প্রদান করে শিক্ষাক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখা।
  • মুক্ত বিশ্বকোষের মাধ্যমে ময়মনসিংহের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা।
  • বিভিন্ন সংস্কৃতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করা।
  • ময়মনসিংহের আঞ্চলিক ভাষা ও নৃগোষ্ঠীসমূহ নিয়ে মুক্ত বিশ্বকোষের আলোকে কাজ করা।

যোগ দিন

আমাদের সঙ্গে যুক্ত হন

যোগাযোগ

আরও দেখুন

বহিঃসংযোগ

এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে