কর্মশালা:নটর ডেম উইকি আলাপন ১.০, নটর ডেম কলেজ, ঢাকা, ডিসেম্বর ২০১৯

(ব্যবহারকারী:Nokib Sarkar/উইকি আলাপন থেকে পুনর্নির্দেশিত)

যোগাযোগ


সমন্বয়কারী
তানভীর আনজুম আদিব
ইবতিসাম তাহের


ই-মেইল
meghmollar20171001@gmail.com
ibtisumtaher07@gmail.com


টুইটার হ্যাশট্যাগ:
#WikimediaBD

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত
নটর ডেম উইকি আলাপন ১.০, নটর ডেম কলেজ


তারিখ ও সময়: ৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৫–১৩:০০ (বাংলাদেশ সময়)

স্থান: নটর ডেম কলেজ, ঢাকা
ঠিকানা: নটর ডেম কলেজ, ঢাকা • মানচিত্র

২০১৯ সালের ৭ ডিসেম্বর ঢাকার নটর ডেম কলেজে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া ও এর সহ-প্রকল্পসমূহের উপর একটি কর্মশালার আয়োজন করা হবে। নটর ডেমের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মশালার পূর্বে "উইকিপিডিয়া ও বাংলাদেশ" বিষয়ে একটি কুইজ প্রতিযোগিতা এবং কুইজে উত্তীর্ণ ৬০ জনকে নিয়ে একটি নিবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উইকিপিডিয়া ও এর সহ-প্রকল্পসমূহ সম্পর্কে ও এগুলোতে অবদান রাখার মাধ্যমে কীভাবে বাংলাদেশের বিষয়বস্তু উইকিমিডিয়াতে সমৃদ্ধ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে উইকিপিডিয়া ও সহ-প্রকল্পসমূহ ব্যবহার করে কীভাবে শিক্ষার্থীরা উপকৃত হতে পারেন সে বিষয়টিও আলোচনা করা হবে। কর্মশালাটি পরিচালনা করবে উইকিমিডিয়া বাংলাদেশ এবং এতে সহযোগিতা করছে নটর ডেম আবৃত্তি দল।

তারিখ পরিবর্তন সংক্রান্ত

সম্পাদনা

অনিবার্য কারণবশত নটর উইকি আলাপন ১.০ উপলক্ষে অনুষ্ঠিতব্য কুইজ প্রতিযোগিতা ২০ নভেম্বরের পরিবর্তে আগামী ২৭ নভেম্বর, ২০১৯, বুধবার, বেলা ১টাবেলা ২টায় অনুষ্ঠিত হবে। যাদের ১টায় ল্যাব ক্লাস আছে তার বেলা ২টায় অংশগ্রহণ করতে পারবে। এমনিভাবে নিবন্ধ প্রতিযোগিতা পিছিয়ে ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং মূল পর্ব ৭ ডিসেম্বর, ২০১৯, শনিবার অনুষ্ঠিত হবে।

সময়সূচী

সম্পাদনা

আগামী ২৭ নভেম্বর নটর ডেম কলেজের মার্টিন ভবনের ২২৬ নম্বর রুমে বেলা ১টা ও ২টায় প্রতিযোগিতার প্রথম পর্ব "বাংলাদেশ ও উইকিপিডিয়া" বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যাদের ১টায় ল্যাব ক্লাস থাকবে তারা ২টায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার বিষয়বস্তু-

  • বাংলা ভাষা ও সাহিত্য
  • বাংলাদেশ ও সাম্প্রতিক বিষয়াবলি
  • উইকিপিডিয়া, এইচটিএমএল ও প্রোগ্রামিং
  • অনুবাদ।

প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জনের তালিকা গ্রুপ ও রোল নম্বর অনুযায়ী কলেজ নোটিশবোর্ডে ও কর্মশালা পাতায় প্রকাশিত হবে। এই নির্বাচিত ৬০ জনই মূল পর্বের কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে ও পুরস্কৃত হবে।

নিবন্ধ প্রতিযোগিতা

সম্পাদনা

নিয়মাবলী

সম্পাদনা

প্রথম পর্বে কুইজ প্রতিযোগিতায় নির্বাচিত ৬০ জন নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অবশ্যই উইকিপিডিয়ায় নিবন্ধন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই তালিকা থেকে যেকোনো নিবন্ধ অনুবাদ করে জমা দিতে হবে। একটি পৃষ্ঠার সম্পূর্ণ অনুবাদ শেষ করে জমা দিতে হবে। জমা দেওয়ার পর অনুবাদ কিংবা সম্পাদনা গ্রহণযোগ্য হবে না। জমা দেওয়ার পর নিবন্ধ অনুবাদের ওপর নম্বর দেওয়া হবে, যার ভিত্তিতে নিবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারিত হবে। অ্যাকাউন্টে প্রবেশ না করে নিবন্ধ অনুবাদ কিংবা জমাদান গ্রহণযোগ্য নয়।

অংশগ্রহণকারী

সম্পাদনা

এই তালিকায় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জনের নাম গ্রুপ ও রোল অনুযায়ী দেওয়া থাকবে। নিজের নাম ও রোলের পাশে ব্যবহারকারী নাম লিখে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

নিবন্ধ জমাদান

সম্পাদনা

আপনার সৃষ্ট নিবন্ধ জমা দিতে এখানে ক্লিক করুন

পর্যালোচক

সম্পাদনা

মূল পর্ব

সম্পাদনা

আগামী ৭ ডিসেম্বর শনিবার সকাল ৮:৪৫ থেকে মূল পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

  • উইকিমিডিয়া প্রকল্প কর্মশালা
  • অতিথিদের স্বাগত বক্তব্য ও
  • বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জনকেই উইকিমিডিয়ার পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।

কর্মশালা

সম্পাদনা

মূল পর্বের শুরুতে উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক কর্মশালা পরিচালনা করা হবে। কর্মশালার বিষয়বস্তু-

  • উইকিমিডিয়া ফাউন্ডেশনের উদ্দেশ্য ও পরিচালনা
  • উইকিপিডিয়া ও সহ-প্রকল্পসমূহ সম্পর্কে সম্যক ধারণা
  • শিক্ষাক্ষেত্রে উইকিমিডিয়া প্রকল্পসমূহের ব্যবহার
  • উইকিমিডিয়া প্রকল্প বিশেষত উইকিপিডিয়ায় অবদান রাখা
  • উইকিমিডিয়া কমন্সে ছবি যুক্ত করা
  • উইকিমিডিয়া সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব
  • সাধারণ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়।

অতিথিদের স্বাগত বক্তব্য ও পুরস্কার বিতরণী

সম্পাদনা

কর্মশালার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সম্মানিত অতিথিরা। এর পরপরই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কার

সম্পাদনা

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জনকে কুইজ ও নিবন্ধ প্রতিযোগিতার ভিত্তিতে নিম্নোক্ত শ্রেণিতে পুরস্কৃত করা হবে।

  • শ্রেণি-১: শ্রেষ্ঠত্ব পদক (কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় এবং নিবন্ধ প্রতিযোগিতার ১ম ও ২য়)
  • শ্রেণি-২: উৎকর্ষ পদক (সম্মিলিত ৬ষ্ঠ থেকে ১০ম)
  • শ্রেণি-৩: গৌরব পদক (সম্মিলিত ১১শ থেকে ৩০তম)
  • শ্রেণি-৪: পারদর্শিতা পদক (সম্মিলিত ৩১তম থেকে ৬০তম)

চিত্রশালা

সম্পাদনা

এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে