• খ্রিষ্টাব্দ: w:বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুসারে ‘খ্রিষ্টাব্দ’ সঠিক।[] এছাড়া, বাংলা উইকিপিডিয়ায় ২০০৯, ২০১০ ও ২০১১ সালসহ বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন এটি নিয়ে আলোচনা হয়েছে যেখানে কেউ কোন সিদ্ধান্তেদ পৌঁছাতে পারেননি। পরবর্তীতে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ছয় মাসের অধিক আলোচনাসভাতে আলোচনার পর খ্রিস্টখ্রিষ্টাব্দ বানান দুটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। ছয় মাস পর আলোচনাটি আমি বন্ধ করেছিলাম এবং কেউ আপত্তি করেননি। আলোচনা বন্ধ করার সময় পেশগতভাবে কাজ করছেন এমন দুইজন ‘শিক্ষায়তনিক’ উইকিপিডিয়ানের (গৌতম রায়ফয়জুল লতিফ চৌধুরী) মন্তব্যও বিশেষভাবে আমলে নেওয়া হয়েছে। বাংলাদেশে খ্রিষ্টাব্দ ব্যবহৃত হওয়া সঠিক এটি নিয়ে সন্দেহ নেই। অর্ণব দত্তের মতে পশ্চিমবঙ্গে দুটি বানানই প্রচলিত, সুতরাং একটি নির্দিষ্ট করলেই চলে।


তথ্যসূত্র

সম্পাদনা
  1. ১.০ ১.১ প্রমিত বাংলা ব্যবহারের নিয়ম' ও 'সরকারি কাজে ব্যাবহারিক কাজে বাংলা' ২য় সংস্করণ