আমার ব্যবহারকারী পাতায় স্বাগতম!

আমি আলী হায়দার খান (ইংরেজী: Ali Haidar Khan); বেশি পরিচিত তন্ময় নামে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক। উইকিপিডিয়ার সাথে পরিচয় ২০০৪ সালে; সেসময় বিভিন্ন তথ্যের জন্য ইংরেজি উইকিপিডিয়া ব্যবহার শুরু করি। তবে প্রথম অবদান রাখা শুরু করি বাংলা উইকিপিডিয়াতে ২০০৮ সালের প্রথম থেকে। আগে আমি আমার বাংলা ইউজার নেম আলী হায়দার খান ব্যবহার করতাম। কিন্তু বর্তমানে উইকিমিডিয়া ফাউন্ডেশনের একাধিক প্রকল্পে কাজ করার সুবিধার্থে ইংরেজি ইউজার নেম Ali Haidar Khan ব্যবহার করছি এবং এটাই আমার গ্লোবাল ইউজারনেম।

আমার জন্ম ও বেড়ে ওঠা ইটকাঠের মহানগরী ঢাকায় - কিন্তু মনেপ্রানে আমি প্রকৃতিচারী। তাই সুযোগ পেলেই মুক্ত বাতাসের খোজে বেড়িয়ে পড়ি। পাহাড় আর বন আমাকে ভীষণভাবে আকর্ষণ করে - তাই চষে বেড়িয়েছি দেশের উত্তরপূর্ব ও দক্ষিণপূর্বের পাহাড় আর বনবাদাড়। পেশাগতভাবে আমি একজন ক্রেডিট এনালিস্ট, বর্তমানে একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছি।

সংযোগ সমূহ

সম্পাদনা

যোগাযোগ

সম্পাদনা