ব্যবহারকারী:Aishik Rehman/ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়
বাংলা উইকিসম্মেলনের ১ম সংস্করণের প্রতিপাদ্য হল: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা
♦ জ্ঞান। এটি সেই মূল ভিত্তি যার ওপর যেকোনো সম্প্রদায়, সমাজ বা সংস্কৃতি নির্মিত হয়। উইকিসম্প্রদায়ের ক্ষেত্রে জ্ঞান আরও বিশেষ গুরুত্ব বহন করে, কারণ উইকিপিডিয়া ও অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পের মূল লক্ষ্য হল জ্ঞানকে সবার কাছে সহজলভ্য করা।
♦ বৈচিত্র। বাংলাভাষী উইকিসম্প্রদায়ের জন্য বাংলা উইকিসম্মেলন একটি সুযোগ, যেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী গোষ্ঠী, ব্যক্তি এবং সহযোগীরা উইকি উন্নয়নের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে এবং ন্যায়সঙ্গতভাবে পরস্পরকে সহযোগিতা করবে।
♦ সহযোগিতা। আনুষ্ঠানিক ঘটনা হিসেবে, বাংলা উইকিসম্মেলন হবে বাংলাভাষী উইকিসম্প্রদায়ের মধ্যে একে অপরের কাছ থেকে শেখার এবং জ্ঞানের আদান-প্রদানের একটি উপায়। এখানে সম্প্রদায়ের নানা উদ্যোগ, উইকিসরঞ্জামের ব্যবহার, অনুষ্ঠান আয়োজন, অনলাইন প্রচারাভিযান এবং সম্পাদনা সভা, উইকি-সম্পর্কিত সমস্যার সমাধান ইত্যাদি বিষয়ে আলোচনা ও সমাধান করা হবে।