বাংলা উইকিসম্মেলন ২০২৪/ছবি তোলার নীতিমালা
সম্মেলনকে নথিবদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং উইকিমিডিয়ানরা স্বাভাবিকভাবেই পরিপার্শ্বের পৃথিবীকে নথিবদ্ধ করতে চান। কিন্তু আমরা যখন আমাদের সহযোগীদের সাথে সামনাসামনি দেখা করি, তখন প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান রাখাটাও খুব গুরুত্বপূর্ণ।
এই নীতিমালা যাদের ক্ষেত্রে প্রযোজ্য
সম্পাদনানিচের নীতিমালা বাংলা উইকিসম্মেলনে সশরীরে অংশগ্রহণকারী সকলের জন্য প্রযোজ্য।
সংক্ষেপে ছবি তোলার নীতিমালা
সম্পাদনাউইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের ছবি তোলার ক্ষেত্রে যার যার ব্যক্তিগত পছন্দ থাকতে পারে। যারা ছবি তুলতে চান না, রেজিস্ট্রেশনের সময় তাদের লাল ল্যানিয়ার্ডযুক্ত আইডি কার্ড দেওয়া হবে। যাদের গলায় অন্য রঙের ল্যানিয়ার্ড থাকবে অনুমতি সাপেক্ষে তাদের ছবি বা ভিডিও ধারণ ও অনলাইনে শেয়ার করতে বাধা নেই।
উইকিসম্মেলনে ছবি তোলার সময় লাল ল্যানিয়ার্ড পরিহিত ব্যক্তিকে এড়িয়ে চলতে হবে। যদি ছবির ব্যাকগ্রাউন্ডে অসতর্কতাবশত এমন কেউ এসে যায়, তবে তা ঝাপসা (ব্লার) করে দিতে হবে।
ল্যানিয়ার্ড
সম্পাদনানিয়মিত ল্যানিয়ার্ডের ছবি |
অর্থ: অনুমতি সাপেক্ষে ছবি বা ভিডিও ধারন করা যাবে |
"ছবি তোলা যাবে না" ল্যানিয়ার্ডের ছবি |
অর্থ: ছবি তুলতে চাই না |
আয়োজক দলের ল্যানিয়ার্ডের ছবি |
স্বেচ্ছাসেবক দলের ল্যানিয়ার্ডের ছবি |
ব্যবহারিক পর্যায়ে এই অনুশীলনের অর্থ/ব্যাখ্যা কি
সম্পাদনা- কেউ যদি “ছবি তুলতে চাই না” ল্যানিয়ার্ড পরিহিত থাকে, এর অর্থ তারা কোনোপ্রকার ছবি বা ভিডিওতে উপস্থিত হতে চাইছেন না। ইচ্ছাকৃত/অনিচ্ছাকৃতভাবে এই ল্যানিয়ার্ড পরিহিত কারো ছবি তোলা সম্মেলনের বন্ধুত্বপূর্ণ নীতিমালার লঙ্ঘন বলে বিবেচিত হবে।
- কেউ যদি "অনুমতি প্রদানপূর্বক ছবি তুলতে আগ্রহী" ল্যানিয়ার্ড পরিহিত থাকেন, তবে তার অনুমতি সাপেক্ষে ছবি বা ভিডিও ধারন করা সম্ভব।
- অনুমতি গ্রহণের পাশাপাশি ছবির সম্ভাব্য ব্যবহার উল্লেখ করাও কাঙ্ক্ষিত। উদাহরণস্বরূপ, আপনি হয়ত ছবি কোনো পাবলিক ওয়েবসাইটে উন্মুক্ত লাইসেন্সে আপলোড করবেন (যেমন উইকিমিডিয়া কমন্সে); বা নন-পাবলিক ওয়েবসাইটে (যেমন ফেসবুক), বা প্রাইভেট রাখবেন (সরাসরি উক্ত ব্যক্তিকে ইমেইল করবেন)।
- ভিড়ের ছবি ধারণ-এর ক্ষেত্রে (যেমন নির্দিষ্ট দূরত্বে অনেক মানুষ রয়েছে এমন) মূল ব্যাপার হলো শনাক্তকরণের সম্ভাব্যতা। একজন ব্যক্তিকে যদি পৃথকভাবে শনাক্ত করা যায় – তারা ছবিতে বিশেষভাবে রয়েছেন বা এমন কিছু, তবে তার অনুমতি নিয়ে নিন। এবং "ছবি তুলতে চাই না" ল্যানিয়ার্ড পরিহিত কেউ যদি ভিড়ের ছবিতে প্রদর্শিত হয় তবে আলোকচিত্রীকে অবশ্যই সেই ছবি প্রকাশের পূর্বে উক্ত ব্যক্তিকে অস্পষ্ট (ঝাপসা) রাখতে হবে।
- বিশেষভাবে সতর্ক থাকুন সেইসব ক্ষেত্রে, যখন মানুষ ছবি তুলতে কম পছন্দ করে। যেমন খাবার বা পান করার সময়, বা ব্যক্তিগত আলাপকালীন সময়। অনুগ্রহ করে নিয়মিত ল্যানিয়ার্ড পরিহিত ব্যক্তির ছবি তোলার ব্যাপারেও সতর্ক থাকুন।
- অনলাইনে কোন ব্যক্তির ছবি পোস্ট করার পূর্বে আপনার ছবিতে থাকা শনাক্তযোগ্য ব্যক্তিদের কাছ থেকে সম্মতি নেওয়া সর্বোত্তম অনুশীলন বলে বিবেচিত।
অনুমতি আছে কিনা তা কিভাবে বুঝবেন
সম্পাদনা- প্রেক্ষাপট। ব্যক্তি স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে তিনি তার ছবি তুলতে ইচ্ছুক। উদাহরণস্বরূপ:
- দলগত ছবি ধারণের সময় চলে আসা সকলে যে ছবি তুলতে আগ্রহী তা নিশ্চিত। এটা উন্মুক্ত লাইসেন্সের অধীনে শেয়ার করার যোগ্য বলে বিবেচিত হবে।
- মঞ্চে কথা বলছেন এমন সকলে ছবি/ভিডিওর মধ্যে থাকতে সম্মত এবং তা উইকিমিডিয়া কমন্সে দেয়া যেতে পারে, যদি না তিনি "ছবি তুলতে চাই না" ল্যানিয়ার্ড পরিধান করে থাকেন।
- জিজ্ঞেস করে নেয়া। যার ছবি তুলতে চান, তিনি আগ্রহী কীনা তা জেনে নিন। এর মানে তারা যদি ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন, হাসেন বা প্রস্তুতি নেন, তবে এটা বোঝা যাবে যে তারা ছবির অস্তিত্ব সম্পর্কে ওয়াকেবহাল।
- ছবি ধারণের পরে জিজ্ঞেস করা। ছবি তোলার পরে জিজ্ঞেস করে নিতে পারেন ছবি তোলাটা ঠিক আছে কিনা। সাধারণত “ক্যান্ডিড” বা তাৎক্ষণিক ছবির ক্ষেত্রে এটা অধিক প্রযোজ্য। মৌখিক সম্মতিগ্রহণই যথেষ্ট। আপনাকে স্বাক্ষরকৃত ফর্ম নিতে হবে না।
- এই অনুশীলনগুলি অনুসরণ করা আলোকচিত্রী এবং ভিডিওগ্রাফারের দায়িত্ব। উইকিসম্মেলনর জন্য উইকিমিডিয়া বাংলাদেশ দ্বারা চুক্তিবদ্ধ আলোকচিত্রী এবং ভিডিওগ্রাফারদের একই শর্তাবলী মেনে চলতে হবে।
আপনি যদি যার ছবি তোলা হচ্ছে তাকে দেখতে পান এবং তিনি আপনাকে দেখতে না পান, তবে আপনাকে অনুমতি নিতে হবে।
উইকিমিডিয়ার কোনো আয়োজনের নিয়ম হচ্ছে বিষয় নিজে উইকিমিডিয়া কমন্সের কোনো ছবিতে নিজেকে শনাক্ত করে তা অনুমতিবিহীন হলে সরিয়ে দেয়ার অনুরোধ করবেন।
- সহজ কথায়
আপনি যদি জুম লেন্স দিয়ে কারো খাবার সময়ের ছবি তোলেন এবং সেটা উন্মুক্ত লাইসেন্সের অধীনে পাবলিক ওয়েবসাইটে আপলোড করেন, তবে সেটা খুবই বিশ্রী।