বাংলা উইকিসম্মেলন ২০২৪/হ্যাকাথন

◀ উইকি হোক ত্রুটিমুক্ত ▶
বাংলা উইকিসম্মেলন-২০২৪ এ প্রথমবারের মতো বাংলায় হ্যাকাথন-এর আয়োজন করা হচ্ছে, যেখানে উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার জন্য নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করতে কাজ করা হবে। এই হ্যাকাথনে বাঙালি উইকিপিডিয়ান, প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবেন এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবেন।

যোগদানকারীদের ধরণ

সম্পাদনা
  • মৌলিক প্রোগ্রামার: যারা মূল মিডিয়াউইকির প্রোগ্রামিং ও প্রযুক্তির সাথে অভ্যস্ত বা/এবং মিডিয়াউইকি টেকনোলজির কাজ জানেন এবং সেই অনুপাতে এই হ্যাকাথনে অংশ নিচ্ছেন।
  • স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার: যারা অন্যদের স্ক্রিপ্ট/টুলস কপি করে বা/এবং স্থানীয়করণ করে উইকিগুলিতে ব্যবহার করতে এই হ্যাকাথনে অংশ নিচ্ছেন।
  • ডকুমেন্টেটর: যারা টুলস বা স্ক্রিপ্টের নথি বাংলায় তৈরি বা অনুবাদ করতে এই হ্যাকাথনে অংশ নিচ্ছেন।
  • অনুবাদক: যারা উইকিপিডিয়ার টুলস সম্পর্কিত বা দূরগতভাবে সম্পর্কিত পাতাগুলি অনুবাদ করতে বা তৈরি করতে এই হ্যাকাথনে অংশ নিচ্ছেন।

আবশ্যকীয় বিষয়বস্তু

সম্পাদনা

আপনার কাজ করার জন্য একটি ল্যাপটপ বা মোবাইলের প্রয়োজন হবে। তবে, অনুষ্ঠানস্থলে ওয়াইফাইয়ের ব্যবস্থাপনা থাকবে। (মোবাইল ডাটা বা এই ধরণের কিছুর প্রয়োজন নেই।)

অনুষ্ঠানসূচী

সম্পাদনা

অনলাইন হ্যাকাথন ১৪ই নভেম্বর ২০২৪ ইং তারিখ থেকে শুরু হয়ে যাবে। যারা যারা অনলাইনে হ্যাকাথনের কাজ করতে নিবন্ধন করেছেন, এমনকি যারা উইকিসম্মেলনে কাজ করতে চান, তারাও সুযোগ হলে এবং/বা করতে চাইলে ১৪ তারিখ থেকে কার্যক্রম শুরু করে দিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠান

সম্পাদনা

অনুষ্ঠানসূচী অনুযায়ী ১৫ই নভেম্বর ২০২৪ ইং তারিখের সকাল ১০:০৫ থেকে ১০:২৫ পর্যন্ত ফয়জুল লতিফ চৌধুরী উদ্বোধনী বক্তব্য দিবেন। তার বক্তৃতার পরই হ্যাকাথনে আগ্রহীরা কাজ করার জন্য আইভরি মিটিং রুমে কাজ শুরু করবো। কাজ শুরু করার আগে ৫ মিনিট পুরো বিষয়ে একটি হালকা উপস্থাপনা প্রদান করা হবে।

হ্যাকাথনের স্থান

সম্পাদনা

অনলাইনে হ্যাকাথন যেকোনো স্থান থেকে পরিচালিত হতে পারে। উইকিসম্মেলনে আইভরি মিটিং রুমে হ্যাকাথন পরিচালিত হবে।

হ্যাকাথন সমাপনী প্রদর্শনী

সম্পাদনা

হ্যাকাথন সমাপনী প্রদর্শনী বা হ্যাকাথন শোকেস ১৬ই নভেম্বর ২০২৪ ইং তারিখে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ২টা ৩০ এর মধ্যে পরিচালিত হবে। যারা অনলাইনে কাজ করেছেন ও প্রদর্শনীতে কাজ প্রদর্শন করাতে আগ্রহী, তাদেরকে অবশ্যই দুপুর ১২:৩০ এর আগে কাজ গ্রহণযোগ্য উপায়ে শেষ করতে হবে। গ্রহণযোগ্য কাজই কেবল প্রদর্শনীতে শোকেস করা হবে।

হ্যাকাথনের ক্ষেত্রসমূহ

সম্পাদনা

কার্যক্রম উপপাতায় ট্র্যাক করা হবে। বিস্তারিত তথ্য সেখানে পাওয়া যাবে।

ফাব্রিকেটরে বাকি থাকা বাংলা উইকির কাজ

সম্পাদনা
  1. পেজলিস্ট উইজেটে বাংলা বর্ণমালা যোগ করা। প্রকল্প: উইকিসংকলনফ্যাব্রিকেটর সংযোগ। (খোলার তারিখ: ১১ ডিসেম্বর ২০২৩)
  2. মেইলম্যান বাংলা ফন্ট সমস্যা। প্রকল্প: গ্নু মেইলম্যান, উইকিমিডিয়া মেইল লিস্ট কর্তৃক ব্যবহার। ফ্যাব্রিকেটর সংযোগ। (খোলার তারিখ: ২৪ মে ২০২১)
  3. বাংলা অন্যান্য উন্মুক্ত ফন্ট যুক্ত করা। প্রকল্প: সব মিডিয়াউইকি। (এটা ফ্যাব্রিকেটরে শুধুমাত্র উইকিসংকলনের জন্য আবেদন করা হয়েছিলো। আমাদের পুরো বিষয়টা নিয়ে কাজ করা উচিত।)
  4. বাংলা সংখ্যা সংক্রান্ত সমস্যা। প্রকল্প: উইকিসংকলনফ্যাব্রিকেটর সংযোগ । (খোলার তারিখ: ২৩ আগস্ট ২০২৩)

খসড়া নামস্থান সংক্রান্ত টুলস

সম্পাদনা

এই হ্যাকাথনের উল্লেখযোগ্য একটি ক্ষেত্র হচ্ছে খসড়া নামস্থান সংক্রান্ত কার্যক্রম। এখানে কয়েকটি স্ক্রিপ্ট রয়েছে, যেগুলিসহ অন্যান্য যেকোনো খসড়া-সংক্রান্ত টুলস বা স্ক্রিপ্ট নিয়ে কাজ করা যেতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত টুলস

সম্পাদনা

কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কয়েকটি টুলস বা স্ক্রিপ্ট অন্যান্য উইকিতে ইতোমধ্যেই কাজ করছে। এই সম্মেলনে সেসব নিয়ে কাজ করা যেতে পারে।

অন্যান্য প্রয়োজনীয় টুলস

সম্পাদনা

কিছু টুলসের প্রস্তাবনা এসেছে, সেগুলি পর্যালোচনা করে এখানে যুক্ত করা হচ্ছে। একটি প্রস্তাবনা দিতে আলাপ পাতায় বা মেট্রিক্সে জানান।

নবাগতদের কাজ

সম্পাদনা
  • প্রস্তাবনা: একাধিক নতুন ব্যবহারকারীর অবদান ও পাতা তৈরির তালিকা সহজে পাওয়ার জন্য কোনো টুলস, স্ক্রিপ্ট বা এক্সটেনশন তৈরি।
    • প্রস্তাবক: দেলোয়ার আকরাম।

উদ্ধৃতি জাতীয় টেমপ্লেট

সম্পাদনা
  • প্রস্তাবনা: উদ্ধৃতি জাতীয় টেমপ্লেটগুলোর উন্নয়ন সাধন ও ত্রুটি দূরীকরণ।
    • প্রস্তাবক: মেহেদী আবেদীন

নথিকরণ

সম্পাদনা

বিভিন্ন স্ক্রিপ্টের নথি অনুবাদ করতে হতে পারে। এতদ্ব্যতীত নীতিমালা পাতাগুলিও অনুবাদ করা প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে সাধারণ অনুবাদ করতে পারেন এমন উইকিপিডিয়ানরাও হ্যাকাথনের এই অংশে যোগ দিতে পারেন।

নীতিমালা

সম্পাদনা

হ্যাকাথনে ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার জন্য, সকল অংশগ্রহণকারীকে প্রযুক্তিগত স্থানের আচরণবিধি মেনে চলতে হবে। আমরা অংশগ্রহণকারীদের মধ্যে সম্মান ও সহযোগিতাকে প্রাধান্য দিই। এই নীতিমালা মেনে না চললে, এই অনুষ্ঠান থেকে বের হয়ে যেতে বলা হতে পারে। আসুন আমরা সকলের জন্য একটি স্বাগত জানানো ও নিরাপদ অভিজ্ঞতা তৈরিতে একসঙ্গে কাজ করি।

যোগাযোগ

সম্পাদনা