বাংলা উইকিসম্মেলন ২০২৪/অনুষ্ঠানসূচি/উইকিনন্দিনী

উইকিনন্দিনী হল উইকিমিডিয়া বাংলাদেশের একটি সম্প্রদায়, যার মূল লক্ষ্য হলো বাংলাদেশের উইকিমিডিয়া অন্দোলনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং এ কাজের সহায়তায় তাদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং সমর্থনমূলক পরিবেশ তৈরি করা। নারীদের উৎসাহিত করা, তাদের সৃজনশীলতাকে স্বীকৃতি দেওয়া এবং উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যেই এই সম্প্রদায়ের যাত্রা শুরু।

◀  জ্ঞান | বৈচিত্র্য | সহযোগিতা ▶
উইকিনন্দিনী
উইকিনন্দিনী

এটি শুধু একটি উইকিমিডিয়া সম্প্রদায়ই নয়; এটি একটি নারী-নেতৃত্বাধীন আন্দোলন, যা নারীদের ক্ষমতায়ন ও শিক্ষিত করে তুলছে। উইকিনন্দিনী বিশ্বাস করে, একজন নারীর গল্পকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে পারলে শুধুমাত্র উইকিপিডিয়া নয়, বরং গোটা জ্ঞানভাণ্ডারই সমৃদ্ধ হবে।

সেশন
সেশনের শিরোনাম বক্তা/উপস্থাপক তারিখ সময় কক্ষ
উইকিনন্দিনীর কার্যক্রম, চিন্তা, ভবিষ্যৎ পরিকল্পনা SamihaRahman ১৬ নভেম্বর ২০২৪ ১০:৩০ - ১০:৪০ প্রথম