ফটোওয়াক:ময়মনসিংহ উইকিমিডিয়া ফটোওয়াক, অক্টোবর ২০২৪
যোগাযোগ
সমন্বয়কারী
দোলন প্রভা
অনুপ সাদি
ই-মেইল
টুইটার হ্যাশট্যাগ: #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত
ময়মনসিংহ উইকিপিডিয়া ফটোওয়াক, অক্টোবর ২০২৪
তারিখ ও সময়: ১৮ অক্টোবর ২০২৪, সকাল ১০:০০–সন্ধ্যা ০৬:০০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: জামালপুর সদর, জামালপুর
ময়মনসিংহ সম্প্রদায় থেকে এই ফটোওয়াকের আয়োজন করা হয়েছে। এই ফটোওয়াকটি মূলত ময়মনসিংহ বিভাগের উইকিপিডিয়ানদের জন্য। এই ফটোওয়াকটি জামালপুর সদরে হয়। এটি মূলত জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গ্রাফিতি, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান ও স্থাপনা, জাতীয় সড়ক, নদীসহ গুরুত্বপূর্ণ স্থানের ছবি সংগ্রহ হয়।
ময়মনসিংহ সম্প্রদায়ের এই আয়োজনে আগ্রহী ও উইকিপিডিয়ানরা যুক্ত হয়েছেন। সকলে বিভিন্ন জেলা, উপজেলা থেকে প্রথমে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে একত্রিত হয় তারপরে ট্রেন যোগে জামালপুর স্টেশনে পৌঁছান। স্টেশন থেকে সকলে মিলিত হয়ে দিনের কার্যক্রম শুরু করেন।
নিয়মাবলী
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে গ্রহণযোগ্য যে কোনো স্থানের ছবি আপলোড দেওয়া যাবে।
- যত খুশি ছবি আপলোড দেওয়া যাবে। তবে ছবিটি যেন নিজের তোলা হয় এবং কপিরাইট নিজের নামেই থাকে।
- প্রতিটি ছবি আপলোড দেওয়ার সময় বিষয়শ্রেণী হিসেবে "Wikimedia Photowalk, Mymensingh, October, 2024" বিষয়শ্রেণী যুক্ত করতে হবে।
অংশগ্রহণকারী
সম্পাদনা- Dolon Prova (আলাপ)
- Nahian (আলাপ)
- Aishik Rehman (আলাপ)
- Anup Sadi (আলাপ)
- MD Abu Siyam (আলাপ)
- Galib Tufan (আলাপ)
চিত্রশালা
সম্পাদনাএই কার্যক্রমের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।