ফটোওয়াক:বাংলা উইকিপিডিয়া ফটোওয়াক, মার্চ ২০২০
যোগাযোগ
সমন্বয়কারী
আফিফা আফরিন
ব্যবহারকারী:অভিজিৎ দাস
ই-মেইল
afifa101gmail.com
টুইটার হ্যাশট্যাগ:
#bnwiki #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
কর্তৃক আয়োজিত
বাংলা উইকিপিডিয়া ফটোওয়াক, মার্চ ২০২০
তারিখ ও সময়: ৬ মার্চ ২০২০, ০৯:০০–১২:০০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: ঢাকা, ঢাকা
[[বিষয়শ্রেণী: আয়োজিত ফটোওয়াক|]] আগামী্ ৬ মার্চ পুরান ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থান, স্থাপনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছবি সংগ্রহের জন্য একটি ফটোওয়াকের আয়োজন করা হয়েছে। প্রতিবছর নারী দিবস উপলক্ষ্যে আমরা এডিট-এ-থন, নারী বা জেন্ডার সম্পর্কিত নিবন্ধ তৈরী ইত্যাদির আয়োজন করে থাকি। এবছর একটু ভিন্নভাবে উৎযাপনের প্রস্তুতি নেয়া হচ্ছে। কেননা অন্যান্য উইকি প্রজেক্টের মত কমন্সেও নারী উইকিপিডিয়ানদের অংশগ্রহন কম। তাই ফটোওয়াক টি নারী দিবসকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে। আয়োজনটি সবার জন্য এবং নারী উইকিপিডিয়ানদের জন্য বিশেষভাবে উন্মুক্ত। আমাদের সাথে ফটোওয়াকে অংশগ্রহন করবেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট এবং সেফটি স্পেশালিস্ট ক্রিসেল স্টেইনবার্গার। আগ্রহীদের উইকিপিডিয়ানদের সকাল ৯:০০ এ বাহাদুর শাহ পার্কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। নিজের ক্যামেরা/ ক্যামেরা মোবাইল সাথে করে আনতে হবে।
নিয়মাবলী
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে গ্রহণযোগ্য যেকোনো স্থানের ছবি আপলোড দেওয়া যাবে।
- যত খুশি ছবি আপলোড দেওয়া যাবে। তবে ছবিটি যেন নিজের তোলা হয় এবং কপিরাইট নিজের নামেই থাকে।
- প্রতিটি ছবি আপলোড দেওয়ার সময় বিষয়শ্রেণী হিসেবে "Wikipedia Photowalk, Old Dhaka, March 2020" বিষয়শ্রেণী যুক্ত করতে হবে।
অংশগ্রহণকারী
সম্পাদনা- আফিফা আফরিন (Afifa Afrin • আলাপ)
- অভিজিৎ দাস (অভিজিৎ দাস • আলাপ)
গ্যালারি
সম্পাদনাএই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।