নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৪/প্রার্থী/মোহাম্মদ কাওছার উদ্দীন

মোহাম্মদ কাওছার উদ্দীন
মোহাম্মদ কাওছার উদ্দীন
Mohammad Kawsar Uddin
সদস্য নম্বর: WMBD-RM-019
সাধারণ সদস্য
Kawsaru

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি পেশায় একজন গণমাধ্যম কর্মী। আমি দৈনিক সংবাদ এর সিনিয়র রিপোর্টার এবং আইসিটি পেইজ ইনচার্জ হিসাবে কর্মরত আছি। আইসিটি বিষয়ক মাসিক ম্যাগাজিন সি-নিউজ এর ব্যবস্থাপনা সম্পাদক হিসাবেও কাজ করছি। প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর সভাপতি হিসাবে বর্তমানে আমি দায়িত্ব পালন করছি।

এছাড়াও আমি ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি, বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) এর বোর্ড অফ ট্রাস্টির সদস্য এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সহযোগি সদস্য।

প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

আমি উইকিমিডিয়া বাংলাদেশের সাথে দীর্ঘদিন জড়িত। এর মধ্যে আমি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করতে চেষ্টা করেছি। প্রযুক্তি সাংবাদিকদের জন্য একটি ওয়ার্কশপের আয়োজনও করেছিলাম। যেখানে উইকিমিডিয়া বাংলাদেশ থেকে ২/৩ জন প্রতিনিধি রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন।

যেহেতু প্রযুক্তি সাংবাদিকরা দিনের বেশিরভাগ সময় অনলাইনে থাকেন এবং প্রযুক্তি সম্পর্কে কিছু ধারনা আছে, আমার মনে হয়েছিল প্রযুক্তি সাংবাদিকরা বাংলা উইকিমিডিয়ায় ভালো ভূমিকা রাখতে পারবে। কিন্তু সেটি এখনো হয়ে ওঠেনি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

গণমাধ্যম কর্মী হিসাবে আমার পর্যবেক্ষণ হচ্ছে, উইকিমিডিয়া বাংলাদেশ সংগঠন হিসাবে গণমাধ্যমে খুব বেশি হাইলাইটেড না এখনো। এই ইস্যুতে আমি কাজ করতে চাই। সাংবাদিকরা কিভাবে বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সাথে সংযুক্ত হতে পারে এ বিষয়ে সবার সহযোগিতায় উদ্যোগ নিতে চাই।

এতদিন সংযুক্ত থাকার পরও আমি নিজে এখনো কিভাবে এডিট করতে হয়, কিভাবে নিবন্ধ তৈরি করতে হয়, কোথা থেকে শুরু করতে হয় এসব বিষয়গুলো হাতে-কলমে জানি না। অনেকেই এই বিষয়গুলো ঠিকমতো বুঝতে পারে না দেখে ইনভলব হতে পারে না। এ বিষয়ে আমাদের বেশি কাজ করা উচিত।