নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৪/প্রার্থী/তানভির রহমান

তানভির রহমান
তানভির রহমান
Tanvir Rahman
সদস্য নম্বর: WMBD-FM-004
প্রতিষ্ঠাতা সদস্য
Wikitanvir

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

২০০৯ সালে বাংলা উইকিপিডিয়ায় যোগদানের মাধ্যমে আমি উইকিমিডিয়া আন্দোলনের সাথে যুক্ত হই। বর্তমানে বাংলা উইকিপিডিয়া, কমন্সসহ কয়েকটি প্রকল্পে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও পূর্বে বৈশ্বিক উইকিমিডিয়া প্রকল্পের বৈশ্বিক প্রশাসক এবং স্টুয়ার্ড হিসেবেও দায়িত্ব পালন করেছি। উইকিমিডিয়া বাংলাদেশের শুরু থেকেই আমি এর সাথে জড়িত এবং সংগঠনটির গোড়াপত্তনের অন্যতম উদ্যোক্তা। ২০১৩ থেকে জার্মানিতে বসবাস করছি এবং অনলাইনে উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্প ও উইকিমিডিয়া বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণসহ বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নতি সাধনে আপনার ভূমিকা কিরূপ ছিলো?

আমি উইকিমিডিয়া বাংলাদেশের শুরু থেকে প্রত্যেকটি নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেছি। এর মধ্যে ২০১১–২০১৬ পর্যন্ত সাধারণ সম্পাদক ও ২০২১–২০২২ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছি। সংগঠনের সূচনালগ্নে ব্যবস্থাপনা, কর্মকাণ্ডের রূপরেখা তৈরি ও বাস্তবায়নে আমার ভূমিকা ছিলো। এছাড়াও সংগঠনের আন্তর্জাতিক সম্পর্কের প্রসার ও উন্নয়ন, রিপোর্টিং, এবং ডকুমেন্টেশন পদ্ধতির পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রেখেছি। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা ও পরিচালনার জন্য অর্থ সংগ্রহে অনুদান গ্রহণ ও বিতরণেও কাজ করেছি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

উইকিমিডিয়া আন্দোলনে আমার অবদানের মধ্যে সকল উইকি প্রকল্পগুলোতে আমার ৬০,০০০-এর বেশি সম্পাদনা রয়েছে, যার প্রায় অর্ধেক বাংলা ভাষার প্রকল্পগুলোতে। এছাড়াও স্টুয়ার্ড এবং অ্যাফিলিয়েশন কমিটির সদস্য হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনলাইন ও অফলাইনে কাজের অভিজ্ঞতাও আমার আছে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে বিভিন্ন অনলাইন ও অফলাইন উইকি মিটআপ, কর্মশালা, এডিটাথন, এবং কনফারেন্স আয়োজনে আমি ভূমিকা রেখেছি। দেশের বাইরে অবস্থান করায় দেশে অফলাইন কার্যক্রমে অংশ নেওয়া সম্ভব না হলেও, অনলাইনে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

ভবিষ্যতে সংগঠনের অগ্রগতিতে যে কাজগুলো করতে চাই তার মধ্যে রয়েছে, সংগঠনের বিভিন্ন কাজের গতিবৃদ্ধি ও কার্যপ্রক্রিয়ার স্ট্যান্ডার্ডাইজেশনের উদ্দেশ্যে বিভিন্ন কাজের এসওপি প্রণয়নে কাজ করা। সংগঠনের ডকুমেন্টেশন পদ্ধতির উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া, যেনো তা—১) গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি কমায়, ২) বিভিন্ন তথ্য দ্রুত জানতে ও ব্যবহার করতে সাহায্য করে, এবং ৩) ভবিষ্যৎবান্ধব হয়। এছাড়াও কার্যক্রমের সাথে আঞ্চলিক সম্প্রদায় ও সদস্যদের সম্পৃক্ততা এবং অন্যান্য অ্যাফিলিয়েটদের সাথে যৌথ কার্যক্রম বাড়াতে আগ্রহী।