নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরনী/বার্ষিক সাধারণ সভা ২০১৭

বার্ষিক সাধারণ সভা ২০১৭’র কার্যবিবরণী - ২২ জানুয়ারি ২০১৭

  • স্থান: বেসিস মিলনায়তন, বিডিবিএল ভবন (ষষ্ঠ তলা - পশ্চিম), ১২ কাওরান বাজার, ঢাকা
  • নথি তৈরি করেছেন: নাহিদ সুলতান, সাধারণ সম্পাদক

২২৭ জানুয়ারি ২০১৮, বেসিস মিলনায়তনে উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা সকাল ১০.০০ ঘটিকায় শুরু হয়। সভায় উইকিমিডিয়া বাংলাদেশের ১৭ জন নিবন্ধিত সদস্য যোগদান করেন।

সভার শুরুতে সাধারন সম্পাদক নাহিদ সুলতান সংগঠনের সভাপতি আলী হায়দার খানকে সভাপতি হিসেবে সভা পরিচালনার প্রস্তাব করেন। প্রস্তাবটি কণ্ঠভোটে সর্ব সম্মতিক্রমে পাশ হয়।

  1. দেশব্যাপী অফলাইন কার্যক্রম সম্প্রসারণ সম্পর্কিত আলচনা।
  2. উইকি লাভস আর্থ ও উইকি লাভস মনুমেন্ট আয়োজন সম্পর্কিত আলোচনা।
  3. উইকিপিডিয়া অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা আয়োজন।
  4. ১০১৮ সালের কার্যক্রমের পরিকল্পনা।
  5. বিবিধ আলোচনা।