নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরনী/নভেম্বর, ২০২০
নির্বাহী পরিষদের বৈঠক - রেজোলিউশন - আর্থিক প্রতিবেদন
নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - নভেম্বর ৭, ২০২০
- স্থান: স্কাইপে (অনলাইন)
- উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: শাবাব মুস্তাফা (সভাপতি), তানভির মোর্শেদ (কোষাধ্যক্ষ), মাসুম-আল-হাসান, তানভির রহমান, আলী হায়দার খান, ও অংকন ঘোষ দস্তিদার।
- নথি তৈরি করেছেন: অংকন ঘোষ দস্তিদার
শাবাব মুস্তাফার সভাপতিত্বে সভা শুরু হয় বাংলাদেশ সময়, মধ্যাহ্ন ৭টায়। এর পূর্বে তিনি নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর অবস্থা বিবেচনাপূর্বক অনলাইনে এই সভা আয়োজিত হয়।
হাউজকিপিং
সম্পাদনা- বোর্ড নাহিদ সুলতান-এর পদত্যাগপত্র গ্রহণ, নভেম্বর ২০২০ রেজোলিউশনটি অনুমোদন করে।
- বোর্ড অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে অংকন ঘোষ দস্তিদার-এর নিয়োগ, নভেম্বর ২০২০ রেজোলিউশনটি অনুমোদন করে।
সভার আলোচ্যসূচি
সম্পাদনা- নাহিদ সুলতানের পদত্যাগ
- নতুন দপ্তর নির্বাহী নিয়োগ
- মধ্যবর্তী অফিস বিয়ারার সন্ধান
- সংগঠনের প্রোফাইল তৈরি
- আসন্ন উইকিপিডিয়ার জন্মদিন ও এক লক্ষ নিবন্ধের মাইল ফলক উদযাপন সম্পর্কিত পরিকল্পনা
- ফাউন্ডেশনে বার্ষিক প্রতিবেদন ২০১৯ জমাদান
- বিবিধ
নাহিদ সুলতানের পদত্যাগ
সম্পাদনানির্বাহী পরিষদের নিকট বর্তমান সেক্রেটারি নাহিদ সুলতানের পদত্যাগপত্র গৃহীত হয়।
নতুন দপ্তর নির্বাহী
সম্পাদনানাহিদ সুলতান (সেক্রেটারি)-এর নির্বাহী পরিষদ হতে পদত্যাগের ফলে তৈরি শূন্যস্থান পূরণের জন্য নির্বাহী পরিষদে অন্তর্বতীকালীন সদস্য নিয়োগ দেয়ার প্রস্তাব সর্বসম্মতিতে বোর্ড কর্তৃক গৃহীত হয়।
মধ্যবর্তী অফিস বিয়ারার সন্ধান
সম্পাদনানাহিদ সুলতান (সেক্রেটারি)-এর নির্বাহী পরিষদ হতে পদত্যাগের ফলে সেক্রেটারি পদে তৈরি শূন্যস্থান পূরণের জন্য অন্তর্বতীকালীন সেক্রেটারি হিসেবে অংকন ঘোষ দস্তিদারকে দায়িত্ব দেয়ার প্রস্তাব সর্বসম্মতিতে বোর্ড কর্তৃক গৃহীত হয়।
সংগঠনের প্রোফাইল তৈরি
সম্পাদনাউইকিমিডিয়া বাংলাদেশের প্রোফাইল তৈরির ব্যাপারে বোর্ড আলোচনা করে এবং এ ব্যাপারে একমত হয়। আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয় যে মাসুম-আল-হাসানের নেতৃত্বে বোর্ডের সবাই মিলে দ্রুত এই প্রোফাইল তৈরির কাজ সম্পন্ন করবে।
আসন্ন উইকিপিডিয়ার জন্মদিন ও এক লক্ষ নিবন্ধের মাইল ফলক উদযাপন সম্পর্কিত পরিকল্পনা
সম্পাদনাউইকিপিডিয়ার বিংশতম জন্মদিন আসন্ন। একইসাথে বাংলা উইকিপিডিয়া এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন করতে যাচ্ছে। এ সংক্রান্ত গ্র্যান্টের আবেদন ও কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য তানভির রহমানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।
ফাউন্ডেশনে বার্ষিক প্রতিবেদন ২০১৯ জমাদান
সম্পাদনাফাউন্ডেশনে ২০১৯-এর বার্ষিক প্রতিবেদন দ্রুত জমা দেয়ার ব্যাপারে বোর্ড তৎপর। এ ব্যাপারে বোর্ড মাসুম-আল-হাসান দায়িত্ব প্রদান করে এবং তিনি সমন্বয়ের মাধ্যমে তৎকালীন সেক্রেটারি নাহিদ সুলতানের সাথে আলোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।