নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/নভেম্বর, ২০১৬
নির্বাহী পরিষদের বৈঠক - রেজোলিউশন - আর্থিক প্রতিবেদন
নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - নভেম্বর ৫, ২০১৬
- স্থান: ঢাকা, বাংলাদেশ
- উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: আলী হায়দার খান (সভাপতি), নাহিদ সুলতান (সেক্রেটারি), তানভির মোর্শদ (ট্রেজারার), নুরুন্নবী চৌধুরী হাছিব, শাবাব মুস্তাফা, ও তানভির রহমান (ভার্চুয়ালি যোগদান করেন)।
- নথি তৈরি করেছেন: নাহিদ সুলতান, সেক্রেটারি
আলী হায়দার খানের সভাপতিত্বে সভা শুরু হয় বিকাল ৮টা ১০ মিনিটে। এর পূর্বে নাহিদ সুলতান নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে।
হাউজকিপিং
সম্পাদনা- বোর্ড ৪ই জুন, ২০১৬-এর সভার কার্যবিবরনীটি অনুমোদন করে।
- বোর্ড ২০১৪-১৬ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করে
- বোর্ড উপদেষ্টা পরিষদ গঠন, অক্টোবর ২০১৬ রেজোলিউশনটি অনুমোদন করে।
- বোর্ড উপদেষ্টা পরিষদের সদস্য নিয়োগ, অক্টোবর ২০১৬ রেজোলিউশনটি অনুমোদন করে।
- বোর্ড কার্যনির্বাহী পরিষদের সদস্য নিয়োগ, নভেম্বর ২০১৬ রেজোলিউশনটি অনুমোদন করে।
সভার আলোচ্যসূচি
সম্পাদনা- কার্যক্রমের হালনাগাদ তথ্য
- ট্যাকনিকাল টিমে সদস্য নিয়োগ
- এজিএম ও বাংলা উইকিপিডিয়া সম্মেলন
- উইকি লাভস আর্থ
কার্যক্রমের হালনাগাদ তথ্য
সম্পাদনাসভায় নাহিদ সুলতান পূর্বের সভার পর উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত সব কার্যক্রমের হালনাগাদ তথ্য সভাকে জানান।
ট্যাকনিকাল টিমে সদস্য নিয়োগ
সম্পাদনাসভায় উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ একমত হন যে, শাবাব মুস্তফার নেতৃত্বে ট্যাকনিকাল টিমের রেজোলিউশন অনুসারে একটি ট্যাকনিকাল টিম গঠন করা হবে।
এজিএম ও বাংলা উইকিপিডিয়া সম্মেলন
সম্পাদনাসভায় জানুয়ারিতে উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সভা ও বাংলা উইকিপিডিয়া প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিষয়ক আলোচনা হয়।
উইকি লাভস আর্থ
সম্পাদনা২০১৭ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশ আন্তর্জাতিক উইকি লাভস আর্থেও অংশ নিবে বলে সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে নাহিদ সুলতান ব্যবস্থা নেবেন।
বিবিধ
সম্পাদনা- উইকিমিডিয়া বাংলাদেশের ব্যাংক একাউন্ট অনলাইনকরণ। এ ব্যাপারে নেভেম্বর ৩০ তারিখের মধ্যে আলী হায়দার খান তন্ময় ও শাবাব মুস্তফা ব্যাংকে গিয়ে ব্যাপারটি সমাধান করবেন।
- নির্বাহী পরিষদে কোন রেজোলিউশন ভোটে দেওয়া হলে, অধিকাংশ সদস্য ভোট প্রদান শেষে সেটি সর্বোচ্চ ১দিন উন্মুক্ত থাকবে।
- ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে নির্বাহী ও কার্যনির্বাহী পরিষদের একটি সভা ঢাকাতে অনুষ্ঠিত হবে। এর পূর্বে সুবিধাজনক সময়ে একটি অনলাইন মিটিং এর মাধ্যমে আলোচ্যসুচী ঠিক করে নেওয়া হবে।
রাত ৯:১০ মিনিটে আলী হায়দার খান অনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি যোঘণা করেন।