নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরনী/জুন, ২০২০


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - জুন ২১, ২০২০

  • স্থান: স্কাইপে (অনলাইন)
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: শাবাব মুস্তাফা (সভাপতি), নাহিদ সুলতান (সেক্রেটারি), তানভির মোর্শেদ (ট্রেজারার), আলী হায়দার খান, মাসুম-আল-হাসান, তানভির রহমান, এ কে আল মহিউদ্দীন, ও অংকন ঘোষ দস্তিদার।
  • নথি তৈরি করেছেন: অংকন ঘোষ দস্তিদার; নির্বাহী সদস্য

শাবাব মুস্তাফার সভাপতিত্বে সভা শুরু হয় বাংলাদেশ সময়, মধ্যাহ্ন ৮টায়। এর পূর্বে নাহিদ সুলতান নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর অবস্থা বিবেচনাপূর্বক অনলাইনে এই বৈঠক আয়োজিত হয়।

হাউজকিপিং

সম্পাদনা

সভার আলোচ্যসূচি

সম্পাদনা
  1. বিগত তিনমাসের কার্যক্রমের আপডেট
    1. উইকি লাভস আর্থের আপডেট
    2. করোনাকালীন এডিটাথনের আপডেট এবং পরবর্তী পরিকল্পনা
  2. ফাউন্ডেশনের ব্রান্ডিং সংক্রান্ত প্রস্তাবের উপর আলোচনা
  3. ভবিতব্য জরুরি পরিস্থিতিতে আমাদের নিজেদের জন্য ERP (Emergency Response Procedure) প্রণোয়ন বিষয়ক প্রাথমিক আলোচনা
  4. সিভিলসার্ভেন্টের আসন্ন গবেষণায় আমাদের অংশগ্রহণ
  5. গ্র্যান্ট সংক্রান্ত আলোচনা
  6. টেলিগ্রামে অফিসিয়াল চ্যানেল তৈরি

তিনমাসের কার্যক্রমের তথ্য

সম্পাদনা

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীতে জনসাধারণকে বাসায় থাকতে উৎসাহিত করতে এবং এই সময়টিকে কার্যকরভাবে ব্যবহারের উদ্দেশ্যে ২০২০ সালের ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৩০ দিন ধরে অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়। এই এডিটাথনের নিবন্ধাবলীর কিছু রিভিউ করা বাকি আছে। ২৩ তারিখের মধ্যে তানভির রহমান, অংকন ঘোষ দস্তিদার ও মাসুম-আল-হাসান মিলে পর্যালোচনা শেষ করবে।

এর মধ্যে বাংলা উইকিপিডিয়ার অবদানকারীদের জন্য একটি অনলাইন আড্ডার আয়োজন করা হয়েছে। প্রতি মাসে অনলাইন আড্ডা আয়োজনের ব্যাপারে বোর্ড উৎসাহ প্রদান করে। উইকি লাভস আর্থও আয়োজিত হচ্ছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় দেখাশোনা করবেন নাহিদ সুলতান।

ব্র‍্যান্ডিং বিষয়ে আলোচনা

সম্পাদনা

বোর্ড একমত হয় যে এই পরিবর্তনের ফলে আমাদের সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে এবং বোর্ড এর পরিবর্তনের বিরোধীতা করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে লিয়াজোঁ অংকন ঘোষ দস্তিদারকে দায়িত্ব দেয়া হয়।

সিভিলসার্ভেন্টের আসন্ন গবেষণা

সম্পাদনা

সিভিলসার্ভেন্ট প্রস্তাবিত চারটি গবেষণার মধ্যে দ্বিতীয় গবেষণার বিষয়ে (নতুন অবদানকারীদের পরিসংখ্যানগত ব্যাপার জানিয়ে উৎসাহ প্রদান) বোর্ডের সবাই অধিক আগ্রহ প্রকাশ করে।

গ্র্যান্ট সংক্রান্ত আলোচনা

সম্পাদনা

পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা নির্ধারণপূর্বক গ্র্যান্ট আবেদনের ব্যাপারে বোর্ড আলোচনা করে।

টেলিগ্রামের অফিসিয়াল চ্যানেল প্রস্তাব

সম্পাদনা

সংগঠনের জন্য টেলিগ্রামে অফিসিয়াল চ্যানেল তৈরির প্রস্তাব পাস করে বোর্ড। বট থেকে স্বয়ংক্রিয়ভাবে টুইটার ফিড থেকে পোস্ট দেয়া হবে। চ্যানেলের ঠিকানা: