নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরনী/জুন, ২০১৯


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - জুন ১০, ২০১৯

  • স্থান: ঢাকা, বাংলাদেশ
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: শাবাব মুস্তাফা (সভাপতি), নাহিদ সুলতান (সেক্রেটারি), তানভির মোর্শদ (ট্রেজারার), মাসুম-আল-হাসান, অঙ্কন ঘোষ দস্তিদার, আলী হায়দার খান (ভার্চুয়ালি যোগদান করেন), এ কে আল মহিউদ্দীন ও তানভির রহমান (ভার্চুয়ালি যোগদান করেন)।
  • নথি তৈরি করেছেন: নাহিদ সুলতান, সেক্রেটারি

শাবাব মুস্তাফার সভাপতিত্বে সভা শুরু হয় বিকাল ৪টায়। এর পূর্বে নাহিদ সুলতান নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে।