নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/নভেম্বর, ২০২২

নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - নভেম্বর, ২০২২
  • স্থান: জুম (অনলাইন)
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: শাবাব মুস্তাফা (সভাপতি), মাসুম-আল-হাসান (কোষাধ্যক্ষ), তানভির রহমান, আলী হায়দার খান, সুব্রত রায়, তানভির মোর্শেদ ও মঈনুল ইসলাম।
  • নথি তৈরি করেছেন: মাসুম-আল-হাসান (কোষাধ্যক্ষ)

শাবাব মুস্তাফাের সভাপতিত্বে সভা শুরু হয় ৫ নভেম্বর বাংলাদেশ সময়, সন্ধ্যা ৭:৩০ টায়। এর পূর্বে তিনি নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে।

সভার আলোচ্যসূচি

সম্পাদনা
  1. উইকিমিডিয়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ সংবাদ
  2. উইকিমিডিয়া বাংলাদেশের আরজেএসসির কাগজপত্র হালনাগাদ করার অগ্রগতি
  3. চলমান র‍্যাপিড গ্র্যান্টসমূহের অগ্রগতি পর্যালোচনা
  4. সদস্যপদ হালনাগাদ করা
  5. পরবর্তী বার্ষিক সভা অনুষ্ঠানের পরিকল্পনা
  6. ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কিত আলোচনা

সিদ্ধান্ত

সম্পাদনা
  1. চলতি বছর নতুন কোন সদস্য না নেয়া এবং দ্রুতই বর্তমান সদস্যদের সদস্যপদ হালনাগাদ কার্যক্রম শুরু করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।