নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/নভেম্বর, ২০২২
নির্বাহী পরিষদের বৈঠক - রেজোলিউশন - আর্থিক প্রতিবেদন
- স্থান: জুম (অনলাইন)
- উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: শাবাব মুস্তাফা (সভাপতি), মাসুম-আল-হাসান (কোষাধ্যক্ষ), তানভির রহমান, আলী হায়দার খান, সুব্রত রায়, তানভির মোর্শেদ ও মঈনুল ইসলাম।
- নথি তৈরি করেছেন: মাসুম-আল-হাসান (কোষাধ্যক্ষ)
শাবাব মুস্তাফাের সভাপতিত্বে সভা শুরু হয় ৫ নভেম্বর বাংলাদেশ সময়, সন্ধ্যা ৭:৩০ টায়। এর পূর্বে তিনি নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে।
সভার আলোচ্যসূচি
সম্পাদনা- উইকিমিডিয়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ সংবাদ
- উইকিমিডিয়া বাংলাদেশের আরজেএসসির কাগজপত্র হালনাগাদ করার অগ্রগতি
- চলমান র্যাপিড গ্র্যান্টসমূহের অগ্রগতি পর্যালোচনা
- সদস্যপদ হালনাগাদ করা
- পরবর্তী বার্ষিক সভা অনুষ্ঠানের পরিকল্পনা
- ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কিত আলোচনা
সিদ্ধান্ত
সম্পাদনা- চলতি বছর নতুন কোন সদস্য না নেয়া এবং দ্রুতই বর্তমান সদস্যদের সদস্যপদ হালনাগাদ কার্যক্রম শুরু করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।