নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/জুন, ২০২৪
নির্বাহী পরিষদের বৈঠক - রেজোলিউশন - আর্থিক প্রতিবেদন
নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - জুন ০৮, ২০২৪
- স্থান: অনলাইন (জুম)
- উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: শাবাব মুস্তাফা (সভাপতি), মাসুম-আল-হাসান (সাধারণ সম্পাদক), মহীন রীয়াদ (কোষাধ্যক্ষ), আর কে হান্নান, দোলন প্রভা, তানবিন ইসলাম সিয়াম, তানভির রহমান ও আলী হায়দার খান
- নথি তৈরি করেছেন: মাসুম-আল-হাসান (সাধারণ সম্পাদক)
শাবাব মুস্তাফার সভাপতিত্বে সভা শুরু হয় সন্ধ্যা ৭টায়। এর পূর্বে মাসুম-আল-হাসান নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে।
সভার আলোচ্যসূচি
সম্পাদনা- পূর্বের মিটিং-এর ফলোআপ
- সদস্য গ্রহণ ও সদস্যপদ নবায়ন বিষয়ক আলোচনা
- উইকিবার্তা সম্পর্কিত আলোচনা
- বাংলা উইকি সম্মেলন ২০২৪ সম্পর্কিত আলোচনা
- কর্মী নিয়োগ সংক্রান্ত আলোচনা
পূর্বের মিটিং-এর ফলোআপ
সম্পাদনা- চ্যাপ্টারের অফিস ইতিমধ্যে ভাড়া নেয়া হয়েছে। বর্তমানে ফার্নিচারসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস স্থাপনের কাজ চলছে। এ সম্পর্কিত সবকিছু বিষয় দেখভাল করছেন শাবাব মুস্তাফা ও আর কে হান্নান।
- যেসব নীতিমালা (যেমন ইসি সদস্যদের গোপনীতার শর্তাবলি, ফ্রেন্ডলি স্পেস পলিসি, ডিস্পিউট রেজোলিউশন পলিসি) তৈরি কথা হয়েছিল সেগুলোর কাজ এখনো শুরু হয়নি। যা তৈরি দায়িত্ব নিয়েছেন আলী হায়দার খান, তাকে সহযোগিতা করবেন দোলন প্রভা ও মহীন রীয়াদ। ভ্রমণনীতির খসড়া ইতিমধ্যে মাসুম আল হাসান তৈরি করেছেন, দ্রুতই সভাপতির অনুমোদনের জন্য পাঠাবেন। কর্মীদের ও স্বেচ্ছাসেবকের জন্য নীতি সময় ও প্রয়োজন অনুযায়ী সাধারণ সম্পাদক তৈরি করবেন।
- আগামী বছরের জন্য GSF গ্র্যান্ট অক্টোবরের মধ্যে তৈরি করে জমা দিতে হবে।
- নতুন ব্যাংক একাউন্ট খোলার বিষয়ে আলী হায়দার খান একটি বেসরকারি ব্যাংকের প্রতিনিধির সাথে ইসির কাউকে যোগাযোগ করিয়ে দিবেন।
সদস্য গ্রহণ ও সদস্যপদ নবায়ন
সম্পাদনা- নতুন গ্রহণের প্রক্রিয়া আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। ৩০ জুনের পরে নতুন সদস্যদের নাম চূড়ান্তকরণ ও বর্তমান সদস্যদের সদস্যপদ নবায়নের কাজ শুরু হবে। যেটির সার্বিক দেখভাল করবেন তানভির রহমান, তাকে সহযোগিতা করবেন মহীন রীয়াদ।
উইকিবার্তা
সম্পাদনা- উইকিবার্তা অনেক দিন হল প্রকাশ হচ্ছে না। দ্রুতই একটি সংখ্যা প্রকাশের বিষয়ে আলোচনা হয়। দোলন প্রভা উইকি বার্তার জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেন এবং শাবাব মুস্তাফা তাকে সহ-সম্পাদকের দায়িত্ব নিতে উৎসাহিত করেন। দোলন প্রভা জানান, তার এই দায়িত্ব পালনে কোন অসুবিধা নেই।
বাংলা উইকি সম্মেলন ২০২৪
সম্পাদনাবাংলা উইকি সম্মেলন ২০২৪ আয়োজনের কাজ এগিয়ে যাচ্ছে। মূল আয়োজক দল গঠন করা হয়েছে। উপদল গঠনের কাজ প্রক্রিয়াধীন।
কর্মী নিয়োগ
সম্পাদনাচ্যাপ্টারের কার্যক্রম পরিচালনার জন্য দ্রুতই খন্ডকালীন ও ইন্টার্ন নিয়োগের জন্য সবাই একমত পোষণ করেন।
রাত ৯ টায় সভার সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত করেন।