নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/জানুয়ারি, ২০২২


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - জানুয়ারি, ২০২২

  • স্থান: জুম (অনলাইন)
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: তানভির রহমান (সভাপতি), অংকন ঘোষ দস্তিদার (ভারপ্রাপ্ত সেক্রেটারি), মাসুম-আল-হাসান (কোষাধ্যক্ষ), শাবাব মুস্তাফা, তানভির মোর্শেদ ও মঈনুল ইসলাম।
  • নথি তৈরি করেছেন: মাসুম-আল-হাসান (কোষাধ্যক্ষ)

তানভির রহমানের সভাপতিত্বে সভা শুরু হয় ১ জানুয়ারি বাংলাদেশ সময়, সন্ধ্যা ৮ টায়। এর পূর্বে তিনি নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে। চলমান কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর অবস্থা বিবেচনাপূর্বক অনলাইনে এই সভা আয়োজিত হয়।

সভার আলোচ্যসূচি

সম্পাদনা
  1. সর্ব সম্মতিক্রমে আগামী ২২শে জানুয়ারি ২০২২, শনিবার, বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা হতে রাত ১০টা পর্যন্ত উইকিমিডিয়া বাংলাদেশের 'বার্ষিক সাধারণ সভা, ২০২২' এর দিন ধার্য করা হয়।
  2. খুব দ্রুতই প্রোগ্রাম কমিটি গঠন করার বিষয়ে সবাই একমত পোষণ করেন। প্রোগ্রাম কমিটি মূলত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের কাজ করবে।
  3. ২১ শে ফেব্রুয়ারি দেশব্যাপী উদযাপন উপলক্ষে সকল সম্প্রদায়ের সমন্বয়কদের সাথে নির্বাহী পরিষদের সদস্যগণ আলোচনায় বসবেন।
  4. বিবিধ