নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/জানুয়ারি, ২০২২
নির্বাহী পরিষদের বৈঠক - রেজোলিউশন - আর্থিক প্রতিবেদন
নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - জানুয়ারি, ২০২২
- স্থান: জুম (অনলাইন)
- উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: তানভির রহমান (সভাপতি), অংকন ঘোষ দস্তিদার (ভারপ্রাপ্ত সেক্রেটারি), মাসুম-আল-হাসান (কোষাধ্যক্ষ), শাবাব মুস্তাফা, তানভির মোর্শেদ ও মঈনুল ইসলাম।
- নথি তৈরি করেছেন: মাসুম-আল-হাসান (কোষাধ্যক্ষ)
তানভির রহমানের সভাপতিত্বে সভা শুরু হয় ১ জানুয়ারি বাংলাদেশ সময়, সন্ধ্যা ৮ টায়। এর পূর্বে তিনি নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে। চলমান কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর অবস্থা বিবেচনাপূর্বক অনলাইনে এই সভা আয়োজিত হয়।
সভার আলোচ্যসূচি
সম্পাদনা- সর্ব সম্মতিক্রমে আগামী ২২শে জানুয়ারি ২০২২, শনিবার, বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা হতে রাত ১০টা পর্যন্ত উইকিমিডিয়া বাংলাদেশের 'বার্ষিক সাধারণ সভা, ২০২২' এর দিন ধার্য করা হয়।
- খুব দ্রুতই প্রোগ্রাম কমিটি গঠন করার বিষয়ে সবাই একমত পোষণ করেন। প্রোগ্রাম কমিটি মূলত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের কাজ করবে।
- ২১ শে ফেব্রুয়ারি দেশব্যাপী উদযাপন উপলক্ষে সকল সম্প্রদায়ের সমন্বয়কদের সাথে নির্বাহী পরিষদের সদস্যগণ আলোচনায় বসবেন।
- বিবিধ