কার্যক্রম:সম্পাদনাসভা/বাংলা উইকিপিডিয়া সম্পাদনাসভা, জুন ২০২২
যোগাযোগ
সমন্বয়কারী
অংকন ঘোষ দস্তিদার
ই-মেইল
ankanwikimedia.org.bd
টুইটার হ্যাশট্যাগ:
#WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত
বাংলা উইকিপিডিয়া অফলাইন এডিটাথন, জুন, ২০২২
তারিখ ও সময়: ১৭ জুন ২০২২, ০৮:৩০–১৬:০০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: শ্রেণিকক্ষ, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামটর, ঢাকা • মানচিত্র
আগামী ১৭ই জুন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি কক্ষে দিনব্যাপী (সকাল ৮টা ৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত) বাংলা উইকিপিডিয়া এডিটাথন অনুষ্ঠিত হবে। বাংলা উইকিপিডিয়ায় এডিটাথনের পাতা দেখা যাবে এখানে।
এটি কোন সম্মেলন বা কর্মশালা নয়। উইকিপিডিয়ানরা একসাথে বসে অনসাইট বাংলা উইকিপিডিয়ার নিবন্ধের মান-উন্নয়নে দলবেঁধে সারাদিন নিবন্ধ সম্পাদনার কাজ করবেন।
উদ্দেশ্য
সম্পাদনা- বাংলা উইকিপিডিয়ায় মানসম্মত নিবন্ধের সংখ্যা বৃদ্ধি করা
- পরবর্তী কার্যক্রমের জন্য নিবন্ধ প্রস্তুত করা ও পরিকল্পনা গ্রহণ করা
প্রস্তুতি
সম্পাদনা- যেহেতু দিনব্যাপী নিবন্ধ সম্পাদনা করতে হবে, সেহেতু অংশগ্রহণকারীকে অবশ্যই চার্জারসহ নিজ নিজ ডিভাইস (ল্যাপটপ/মোবাইল) নিয়ে আসতে হবে।
- সবশেষে, যদি আপনি নিশ্চিত থাকেন যে আমাদের সাথে দিনব্যাপী এ এডিটাথনে যুক্ত হতে পারবেন, সেক্ষেত্রে নিচের নিবন্ধন লিঙ্কে নিবন্ধন করার জন্য স্বাগত জানাচ্ছি।
- নিবন্ধনের শেষ সময়: ১৪ই জুন, রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়, ইউটিসি +৬)
গ্যালারি
সম্পাদনাএই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।
এই এডিটাথন মূলত স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজিত, এবং আয়োজকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে এডিটাথনের যেকোন নিয়ম পরিবর্তন বা বাতিল বা পুরো এডিটাথনটিই বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। আয়োজক সংস্থা হিসেবে এডিটাথন সংক্রান্ত যে কোন ধরণের বিতর্ক বা দ্বন্দ্ব নিরসনে উইকিমিডিয়া বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এবং এই পাতার নিয়ম বা অন্য কোন কিছু কোন সংস্থার সাথেই আইনত সম্পর্ক তৈরি করার কোন প্রস্তাব নয়।