কার্যক্রম:বাংলা উইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল
যোগাযোগ
সমন্বয়কারী
মহীন রীয়াদ
ই-মেইল
moheenreeyadwikimedia.org.bd
টুইটার হ্যাশট্যাগ:
#WMBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত
বাংলা উইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল
তারিখ ও সময়: ২০ আগস্ট ২০১৫, ১৩:৩০–১৪:৩০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: আইস ফ্যাক্টরি সড়ক, সদরঘাট, চট্টগ্রাম • মানচিত্র
ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার (bn.wikipedia.org) দশম বর্ষপূর্তীর দেশব্যাপী নানা কার্যক্রমের অংশ হিসেবে ২০১৫ সালের ২০ আগস্ট চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে 'উইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম' আয়োজন করে। কর্মশালায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মুক্ত জ্ঞান আন্দোলনে অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করাই ছিল এই কর্মশালার লক্ষ্য।
বিষয়বস্তু
সম্পাদনাকর্মশালায় উইকিপিডিয়া পাঠ, উইকিপিডিয়া সমৃদ্ধ করা, নিবন্ধ সম্পাদনা, ছবি যোগ করাসহ এ কার্যক্রমে যুক্ত হবার নানা বিষয় ধারণা দেয়া হয়। শিক্ষাক্ষেত্রে উইকিপিডিয়ার ভূমিকা সম্পর্কেও এই কর্মশালায় অবহিত করা হয়।
এছাড়া কর্মশালায় শিক্ষাক্ষেত্রে উইকিপিডিয়ার ভূমিকা এবং এটি কীভাবে শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক হতে পারে তা ব্যাখ্যা করা হয়।
কার্যক্রম
সম্পাদনাএটি ছিল শিক্ষার্থীদের জন্য উইকিপিডিয়ার সঙ্গে পরিচিত হওয়ার এবং এর বিভিন্ন দিক শেখার একটি উল্লেখযোগ্য সুযোগ। কর্মশালায় শিক্ষার্থীরা উইকিপিডিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পায়, যেমন:
- উইকিপিডিয়া পাঠ: তথ্য অনুসন্ধান ও পড়ার পদ্ধতি।
- উইকিপিডিয়ায় অবদান রাখা: তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলা ভাষায় মানসম্পন্ন তথ্য যোগ করার উপায়।
- নিবন্ধ সম্পাদনা: বিদ্যমান নিবন্ধ সমৃদ্ধ করার কৌশল।
- ছবি যোগ করা: সংশ্লিষ্ট বিষয়বস্তুর সঙ্গে ছবি সংযুক্ত করার দক্ষতা।
উপস্থিত বিশেষ ব্যক্তিত্বদের মন্তব্য
সম্পাদনাকর্মশালার চলাকালীন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী বলেন:
- "বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে বাংলা ভাষায় মান সম্পন্ন তথ্যের অভাব রয়েছে। বাংলা উইকিপিডিয়া এ অভাব পূরণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ করে তুলতে সক্ষম।"
- —সূত্র: দৈনিক পূর্বদেশ, ২১ আগস্ট ২০১৫
সমন্বয়ক
সম্পাদনা- মহীন রীয়াদ (Moheen • আলাপ), আউটরিচ পরিচালক, উইকিমিডিয়া বাংলাদেশ
- রাফায়েল রাসেল (Rafaell Russell • আলাপ), সদস্য, উইকিমিডিয়া বাংলাদেশ
- মতিউর রহমান অনি (Motiur Rahman Oni • আলাপ), সদস্য, চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়
উপসংহার
সম্পাদনাউইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও মুক্ত জ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের বাংলা উইকিপিডিয়া সম্বন্ধে জ্ঞান দেয়নি, বরং তাদের বাংলা ভাষায় মানসম্পন্ন তথ্য তৈরির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালনে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ বাংলাদেশের মুক্ত জ্ঞান সম্প্রসারণ এবং শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
চিত্রশালা
সম্পাদনাএই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।