একুশে উইকিসমাবেশ ২০১৬

এই কার্যক্রমটি একুশে উইকিসমাবেশ ২০১৬ কার্যক্রমের একটি অংশ যা একই সাথে নিচের স্থানেগুলোতেও অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা · চট্টগ্রাম · রাজশাহী

একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ ২০১৬

প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা উইকিপিডিয়ানরা দেশের কয়েকটি স্থানে জড়ো হন। এ দিনে ঐতিহ্যগতভাবে উন্মুক্ত স্থানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পথচারীদের বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধির আহ্বান জানান। ২০১৬ সালের ২১শে ফেব্রুয়ারিতেও দেশের কয়েকটি স্থানে সমাবেশটি অনুষ্ঠিত হবে। সমাবেশের সকল ছবি উইকিমিডিয়া কমন্সে পাওয়া যাবে।