কর্মশালা:উইকিসংকলন কর্মশালা ও এডিটাথন, ডিসেম্বর ২০২৪
যোগাযোগ
সমন্বয়কারী
মোস্তাফিজুর রহমান সাফি
মাসুম আল হাসান
মো. নাহিদ হোসেন
ই-মেইল
mmrsafy@gmail.com
masum@wikimedia.org.bd
nahid.rajbd@yahoo.com
ফেসবুক ইভেন্ট পাতা
টুইটার হ্যাশট্যাগ:
#bnwiki #WikimediaBD
কর্মশালা ও এডিটাথন শুরু হতে
দিন বাকী
- উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত
উইকিসংকলন কর্মশালা ও এডিটাথন, ডিসেম্বর ২০২৪
তারিখ ও সময়: ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৩০:০০–১৮:০০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: উপশহর নিউ মার্কেট, বোয়ালিয়া, রাজশাহী, রাজশাহী
উইকিমিডিয়া বাংলাদেশের স্থানীয় সম্প্রদায় রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায় আয়োজিত উইকিসংকলন কর্মশালা ও এডিটাথন সকলের জন্য উন্মুক্ত। আপনিও আমন্ত্রিত।
সময়সূচি
সম্পাদনাকর্মশালা
সম্পাদনাকর্মশালা পরিচালক: তাহমিদ হোসেন
সময়: বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত।
এডিটাথন
সম্পাদনাএডিটাথন পরিচালক: নাহিদ হোসেন
সময়: সন্ধ্যা ৫টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত।
অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা
সম্পাদনা- কর্মশালায় অংশগ্রহণের জন্য নিজ নিজ ডিভাইস (ল্যাপটপ বা মোবাইল) নিয়ে আসবেন। ডিভাইস না থাকলেও আসতে পারবেন, আমরা ডিভাইস সরবরাহ করার চেষ্টা করব। তবে সবাইকে ডিভাইস প্রদান সম্ভব নাও হতে পারে।
- কর্মশালা ও এডিটাথন ৪ ঘণ্টাব্যাপী চলবে, সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে আসবেন। যেমন: ডিভাইস চার্জ দিয়ে আনবেন, শীতের কাপড় আনবেন।
- কর্মশালার ভেন্যুতে বিদ্যুৎ ও ইন্টারনেট সরবরাহ করা হবে। চার্জার সাথে আনলে সেখানে ডিভাইস চার্জ দিতে পারবেন।
- কর্মশালা শেষে রাতের খাবারের ব্যবস্থা থাকবে।
অংশগ্রহণকারী
সম্পাদনা- সাফি (Mmrsafy • আলাপ)
- মানিক (ManikDas1122 • আলাপ)
- নাহিদ হোসেন (NahidHossain • আলাপ)
- রাবিবা (Kryesmin • আলাপ)
- নাজমুল (nazmul.raj • আলাপ)
- তাহমিদ হোসেন (Tahmid • আলাপ)
কার্যবিবরণী
সম্পাদনাগ্যালারি
সম্পাদনাএই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে। এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।