আলাপ:নির্বাহী পরিষদ
আলাপ:নির্বাহী পরিষদ | ||
---|---|---|
নির্বাহী পরিষদ-এর আলাপ পাতায় আপনাকে স্বাগতম। প্রত্যেকটি মন্তব্যের পর অনুগ্রহ করে চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে স্বাক্ষর দিন। নতুন আলোচনাসূত্র খুলতে এখানে ক্লিক করুন
|
উন্নয়ন হবে কিভাবে?
সম্পাদনাএই পাতার উন্নয়ন কিভাবে করার পরিকল্পনা? প্রত্যেক সদস্যের সংক্ষিপ্ত পরিচিতি? অন্যান্য উইকি পাতায় লিংক? -এভাবেই সাজানোর ইচ্ছা? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:৫১, ২১ অক্টোবর ২০১১ (ইউটিসি)
- অনেকটা সেরকমই। বেশি লিখতে হবে, এমন না, দুই-চার লাইন লেখাই যথেষ্ট। তানভির ০৩:০৫, ২২ অক্টোবর ২০১১ (ইউটিসি)
- এই পাতাটির প্রয়োজনীয়তা কী? "নির্বাহী পরিষদ/২০১১" নামে তো একটি পাতা আছে, আর এটি "নির্বাহী পরিষদ", যদি এটাই থাকে তবে "নির্বাহী পরিষদ/২০১১" এর প্রয়োজনীয়তা কী? -Tanweer Morshed ০৬:৪৩, ২৩ অক্টোবর ২০১১ (ইউটিসি)
- নির্বাহী পরিষদ তো নির্বাচনের মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হতে পারে, সেক্ষেত্রে মূল পাতা পরিবর্তন না করে সেই সময়ের জন্য নতুন পাতা তৈরি করা হয়েছে। এবং সবসময় সবচেয়ে সাম্প্রতিক ও চলমান নির্বাহী পরিষদের পাতাটিকে মূল পাতায় সাবস্টিটিউ করা হয়েছে। তানভির ১৫:০৬, ২৪ অক্টোবর ২০১১ (ইউটিসি)
- এই পাতাটির প্রয়োজনীয়তা কী? "নির্বাহী পরিষদ/২০১১" নামে তো একটি পাতা আছে, আর এটি "নির্বাহী পরিষদ", যদি এটাই থাকে তবে "নির্বাহী পরিষদ/২০১১" এর প্রয়োজনীয়তা কী? -Tanweer Morshed ০৬:৪৩, ২৩ অক্টোবর ২০১১ (ইউটিসি)
- বাকিদের প্রোফাইল আপডেট হচ্ছে না কেন? একটু সময় করে দয়া করে নিজেদের প্রোফাইল সম্পন্ন করুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৩৫, ৩ নভেম্বর ২০১১ (ইউটিসি)
নতুন নির্বাহী পরিষদ এর তথ্য
সম্পাদনাউইকিমিডিয়া বাংলাদেশের নব নির্বাচিত সদস্যরা অর্থাৎ মুনীর হাসান, আলী হায়দার খান, নাহিদ সুলতান, নুরুন্নবী চৌধুরী হাসিব, তানভীর মোর্সেদ, মাসুম আল হাসান, শাবাব মোস্তফা, তানভীর রহমান, মহীন রিয়াদ এদের সম্পর্কে তথ্য আপডেট করার উদ্যগ নেয়া হবে কি ?